ময়মনসিংহে হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা করল কারা?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2025 | 8:22 PM

গত ১২ ডিসেম্বর ঢাকার রাজপথে মাথায় লক্ষ্য করে গুলি করা হয়েছিল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। যেহেতু জুলাই গণঅভ্য়ুত্থানের অন্যতম মুখ ছিলেন হাদি, সেহেতু তাঁর রাজনৈতিক পরিচয়কে মাথায় রেখে সরকারি উদ্যোগে তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

ঢাকা: অশান্ত বাংলাদেশে চরমে হিন্দু-নিধনের ঘটনা। বৃহস্পতিবার রাতে তৈরি হওয়া উত্তেজনার শিকার হলেন এক হিন্দু ব্য়ক্তি। ফিরে এল জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। পিটিয়ে দেহ জ্বালিয়ে দেওয়া হল সে দেশের এক সংখ্যালঘু ব্যক্তির। এবার এই ঘটনার নিন্দা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশ হয়ে উঠেছে বিদ্বেষের দেশ। উত্তেজনা চড়লেই সঙ্কটের মুখে পড়েন সেদেশের হিন্দু নাগরিকরা। বৃহস্পতিবার হাদির মৃত্যুর হাত ধরেই যেন ফিরে এল বাংলাদেশের সেই ছবি। গত ১২ ডিসেম্বর ঢাকার রাজপথে মাথায় লক্ষ্য করে গুলি করা হয়েছিল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। যেহেতু জুলাই গণঅভ্য়ুত্থানের অন্যতম মুখ ছিলেন হাদি, সেহেতু তাঁর রাজনৈতিক পরিচয়কে মাথায় রেখে সরকারি উদ্যোগে তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।