Flight Mode: বিমানে ফ্লাইট মোড অন রাখবেন কেন?

May 28, 2023 | 12:22 PM

Flight Mode: বিমানে ঘুরতে অনেকেই ভালোবাসেন। বিমানযাত্রীদের ফ্লাইট মোড অন করতে বলা হয়। বিমান যখন টেক অফ করে তখন এই মোড অন করতে হয়।

Follow Us

 

বিমানে ঘুরতে অনেকেই ভালোবাসেন। বিমানযাত্রীদের ফ্লাইট মোড অন করতে বলা হয়। বিমান যখন টেক অফ করে তখন এই মোড অন করতে হয়। এই মোড অন করতেই হবে যখনই বিমানে ভ্রমণ করবেন। সবার স্মার্টফোনে এই মোডটি দেওয়া থাকে। এই মোড চালু থাকলে আপনি ফোন করতে পারবেন না কাউকে। এমনকি মেসেজও করতে পারবেন না। অনেকেই জানেন না কেন এই মোড চালু করতে হয়। এই ফ্লাইট মোড আপনি অন না করলে সমস্যা হতে পারে বিমানের নেভিগেশনে। এই কারণে বিমানটি দুর্ঘটনার ঘটতে পারে। বিমানের সেলুলার নেটওয়ার্ক অন হলে সমস্যা দেখা যাবে বিমানে। এই জন্য অসবিধা হবে বিমানের নেভিগেশনে। নেভিগেশনের সমস্যা দেখা দিলে, রাস্তা হারিয়ে ফেলতে পারে বিমানটি। এই কারণে বারবার বলা হয় ফ্লাইট মোড চালু রাখতে।

 

বিমানে ঘুরতে অনেকেই ভালোবাসেন। বিমানযাত্রীদের ফ্লাইট মোড অন করতে বলা হয়। বিমান যখন টেক অফ করে তখন এই মোড অন করতে হয়। এই মোড অন করতেই হবে যখনই বিমানে ভ্রমণ করবেন। সবার স্মার্টফোনে এই মোডটি দেওয়া থাকে। এই মোড চালু থাকলে আপনি ফোন করতে পারবেন না কাউকে। এমনকি মেসেজও করতে পারবেন না। অনেকেই জানেন না কেন এই মোড চালু করতে হয়। এই ফ্লাইট মোড আপনি অন না করলে সমস্যা হতে পারে বিমানের নেভিগেশনে। এই কারণে বিমানটি দুর্ঘটনার ঘটতে পারে। বিমানের সেলুলার নেটওয়ার্ক অন হলে সমস্যা দেখা যাবে বিমানে। এই জন্য অসবিধা হবে বিমানের নেভিগেশনে। নেভিগেশনের সমস্যা দেখা দিলে, রাস্তা হারিয়ে ফেলতে পারে বিমানটি। এই কারণে বারবার বলা হয় ফ্লাইট মোড চালু রাখতে।

Next Video