একসঙ্গে সব সরকারি স্কুল কেন বন্ধ করা হল এই জেলায়

একসঙ্গে সব সরকারি স্কুল কেন বন্ধ করা হল এই জেলায়

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 18, 2025 | 12:06 AM

বেনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে যে প্রমাণ সামনে আসে, তার ভিত্তিতেই বুধবার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। এরপরই মাধ্যমিক শিক্ষক সমিতির তরফে অভিযোগে জানানো হয়, গত ২৫ বছর ধরে পাহাড়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও নিয়মই মানা হয়নি। এতদিন ধরে স্বেচ্ছাসেবকরা ক্লাস নিচ্ছিলেন। সেই প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

জিটিএ-র নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল। সেই মামলাতেও নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। সেই মামলাতেও বুধবার শতাধিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এরপরই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে দার্জিলিং-এর সব স্কুল। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষক সমিতির তরফে অভিযোগে জানানো হয়, গত ২৫ বছর ধরে পাহাড়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও নিয়মই মানা হয়নি। এতদিন ধরে স্বেচ্ছাসেবকরা ক্লাস নিচ্ছিলেন। সেই প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।