Investments in China: কী এমন হল যে স্রোতের মুখে পড়ে চিনে চলে যাচ্ছে সব বিনিয়োগ?
Chinese Market: চিনা সরকারের সাহায্যের প্রতিশ্রুতি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আলিবাবার প্রতিষ্ঠাতার সঙ্গে চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের একটা বৈঠকও হয়, আর এর ফলে চিন যে প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য আরও সহজ একটা গন্তব্য হয়ে উঠবে তা বলাই যায়।
চিনা ইক্যুইটি ভারতকে টেক্কা দিচ্ছে। গত ৬ মাস ও ১ বছরের হিসাব দেখলে দেখা যাবে, মর্গ্যান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনালের চিনা সূচক ছাড়িয়ে গিয়েছে মর্গ্যান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনালের ভারতের সূচককে। ৬ মাস ও ১ বছরে যথাক্রমে ২৮.৯ শতাংশ ও ৩৮ শতাংশ রিটার্ন দিয়েছে চিনা ইক্যুইটি। আর সেই একই সময়ে ভারতের সূচক রিটার্ন দিয়েছে নেগেটিভে, যথাক্রমে -১৩.২ শতাংশ ও -২ শতাংশ। ভারতের বাজার থেকে ক্রমাগত বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাচ্ছে। আর এর মধ্যেই চিনের ন্যারেটিভ বদল সে দেশের বাজারে টেনে নিয়ে যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের। আর এর পিছনে বেশ কয়েকটা কারণ দিনের আলোর মতো স্পষ্ট।
প্রথমত, চিনা সরকারের সাহায্যের প্রতিশ্রুতি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। দ্বিতীয়ত, আলিবাবার প্রতিষ্ঠাতার সঙ্গে চিনা প্রেসিডেন্ট জাই জিনপিংয়ের একটা বৈঠকও হয়, আর এর ফলে চিন যে প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য আরও সহজ একটা গন্তব্য হয়ে উঠবে তা বলাই যায়। তৃতীয়ত, চিনা আমদানি, রফতানিতে কর বসানো নিয়ে আমেরিকা এখনও কিছুটা ধন্দে। চতুর্থত, চিনের বাজার এখন যথেষ্ট আন্ডার প্রাইসড, ফলে সেখানে বিনিয়োগের জন্য যে বিনিয়োগকারীদের চোখ চকচক করবে সে কথা তো বলাই বাহুল্য।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।