Naushad Siddiqui: নওশাদকে কালো পতাকা ‘প্রতিবাদী’ মহিলাদের, চলল বিক্ষোভ
Protest Against Naushad Siddiqui: ক্য়ানিংয়ের ১ নং ব্লকের ঘুটিয়ারি শরিফের মাখালতলায়। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন সংক্রান্ত প্রতিবাদ সভা থেকে ফিরছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখান থেকে ফেরার পথেই বিপদে পড়েন তিনি। কালো পতাকা নিয়ে এগিয়ে আসে মিছিল।
ভাঙড়: রবিবার নতুন করে উত্তেজনা ছড়াল ক্য়ানিংয়ের ১ নং ব্লকের ঘুটিয়ারি শরিফের মাখালতলায়। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন সংক্রান্ত প্রতিবাদ সভা থেকে ফিরছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখান থেকে ফেরার পথেই বিপদে পড়েন তিনি। কালো পতাকা নিয়ে এগিয়ে আসে মিছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরপর ISF বিধায়কের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। কালো পতাকা দেখান প্রতিবাদী মহিলারা। কিন্তু হঠাৎ করেই কেন এই বিক্ষোভের মুখ পড়লেন তিনি? নেপথ্য়ে নেই তো কোনও রাজনৈতিক অভিসন্ধি? এমনকি নওশাদ সেখান থেকে চলে গেলেও পরিস্থিতি ঠান্ডা হয় না। অভিযোগ, বিধায়ক সেখান থেকে চলে যাওয়ার পর কয়েকজন নওশাদ অনুগামী ধরে মারধর করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ।