কেন অমিতাভ বচ্চনের উপর ক্ষোভ ঐশ্বর্য রাই বচ্চনের?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Mar 31, 2024 | 10:10 PM

ইমরান হাসমি এক চ্যাট শো-য়ে ঐশ্বর্য রাই বচ্চনকে প্লাস্টিক ও ফেক বলেছিলেন। তা নিয়ে ঐশ্বর্যর মনে জমেছিল ক্ষোভ। সেই ইমরানের সঙ্গেই নাকি কাজ করছেন তাঁর শ্বশুর অমিতাভ বচ্চন! ঘনিষ্ঠ সূত্রে খবর, এই সিদ্ধান্তের একেবারেই খুশি হননি রাইসুন্দরী। মনের মধ্যে জমে মেঘ।

কবে আসছে ফেলুদা?
২০২৩ সালের শেষ থেকেই চর্চায় সন্দীপ রায়ের আগামী ফেলুদা নয়ন রহস্য। আবারও ফেলুদার ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩-এর শেষেই। তবে ডানকি সালার চাপে থমকে গিয়েছিল মুক্তি। সম্ভাব্য এবার গরমের ছুটিতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। সব ঠিক থাকলে ১০ মে বড়পর্দায় নয়ন রহস্য।

বর্ধমান-এ কাজল
বাংলার বুকে শুটিং করছেন কাজল। বর্ধমানের ৪০০ বছরের পুরনো বাড়িতে শুটিং সারলেন বলিউড সেলেব। শুক্রবারই এয়ারপোর্ট থেকেই সোজা বোলপুরে পৌঁছে যান রণিত রায় ও কাজল। এরপর শনিবার আউশগ্রামের জঙ্গলে এক ভূতের সিনেমার শ্যুটিং করেন কাজল।

বাবার চড়
“বাবা এক বার ভীষণ জোরে মেরেছিল আমায়। আরকে স্টুডিয়োয় দীপাবলির পুজো ছিল। বাবা প্রচন্ড ঈশ্বরবিশ্বাসী। আমার তখন আট কি নয় হবে। আমি জুতো পরেই মন্দিরে চলে গিয়েছিলাম। মাথাতে এমন মার খাই আজও মনে আছে।”

ঐশ্বর্যর ক্ষোভ
ইমরান হাসমি এক চ্যাট শো-য়ে ঐশ্বর্য রাই বচ্চনকে প্লাস্টিক ও ফেক বলেছিলেন। তা নিয়ে ঐশ্বর্যর মনে জমেছিল ক্ষোভ। সেই ইমরানের সঙ্গেই নাকি কাজ করছেন তাঁর শ্বশুর অমিতাভ বচ্চন! ঘনিষ্ঠ সূত্রে খবর, এই সিদ্ধান্তের একেবারেই খুশি হননি রাইসুন্দরী। মনের মধ্যে জমে মেঘ।

একসঙ্গে সাবা-সুজান
সম্প্রতি হৃতিক রোশন ও প্রাক্তন স্ত্রী সুজান খানের সন্তান রেহান ১৮ বছর পূর্ণ করলেন। সেই উপলক্ষেই গোয়ায় পার্টি দিয়েছিলেন রোশন পরিবার। হাজির ছিলেন রেহানের মা সুজান। ওদিকে রেহানের বাবার প্রেমিকা সাবা আজাদও ছিলেন উপস্থিত। ওই পার্টি থেকেই সাবার সঙ্গে মিষ্টি এক ছবি পোস্ট করেছেন সুজান। লিখেছেন, “এত ভালবাসার জন্য ধন্যবাদ।” সেই ছবিকে রিপোস্ট করে সাবা লিখেছেন, “আমার সবচেয়ে ভাল কাটানো সময়”।

অরিজিতের জন্য বাদ
একজন বাঙালি, অন্যজন বাঙালি না হয়েও মনে প্রাণে বাঙালি। কথা হচ্ছে শান ও অরিজিৎ সিংয়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন শান। জানিয়েছেন, গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ডানকি’ র একটি গান গাওয়ার পরেও বাদ দেওয়া হয় তাঁকে! অরিজিতের ‘ও মাহি’ গানের জন্যই বাদ পড়ে শানের গান, জানিয়েছেন গায়ক।

গোয়ায় কী করছেন তৃপ্তি

বর্তমানে গোয়ার বিচে ছুটির মুডে অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিম্রি। তিনি ভুলভুলাইয়া ৩ ছবির প্রথম শিডিউলের শ্যুটিং শেষ করেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে। আর সেই কাজ শেষ হতেই একটু অবসরে সময় কাটাতে গোয়ায় পাড়ি দিয়েছেন তিনি। আপাতত সেখানেই ছুটি কাটাচ্ছেন সেলেব।

ট্রোল্ড সারা
মাঝে মধ্যেই মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা যায় সারা আলি খানকে। এবার রাস্তার ধারে খাবার বিতরণ করে ট্রোল্ড হলেন পাতৌদি কন্যা। ছবি ছড়িয়ে পড়তেই নেটিজ়েনদের প্রশ্ন, ক্যামেরার সামনে কেন? এটারও প্রচার চাই?

অ্যাকশন ছবিতে আলি আব্বাস?
বর্তমানে বলিউডে অ্যাকশন ছবির রমরমা বাজার। আর এবার সেই ট্রেন্ডে গা ভাসাতে চান পরিচালক আলি আব্বাস জাফার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, শাহরুখ খান, আমির খান ও অজয় দেবগণের সঙ্গে অ্যাকশন ছবি করতে চাই।