Kim Jong Un: কিম জং উন পারমাণবিক হামলার হুমকি দিচ্ছেন কেন?

Kim Jong Un: কিম জং উন পারমাণবিক হামলার হুমকি দিচ্ছেন কেন?

rahul Sadhukhan

|

Updated on: Jan 11, 2024 | 8:23 PM

কিম জং উন পারমাণবিক হামলার হুমকি দিচ্ছেন, এই হুমকি কার জন্য? কী হতে চলেছে? কেন উত্তপ্ত হয়ে উঠেছে পীত সাগরের জল?

এই সীমান্তে মজুত দুনিয়ার সবচেয়ে বেশি অস্ত্রশস্ত্রের সম্ভার। থার্টি এইটথ প্যারাল্যাল। সাঁজোয়া গাড়ি, রকেট লঞ্চার আর আধুনিক পারমানবিক অস্ত্রে সাজানো এক বর্ডার। পৃথিবীর সবচেয়ে বেশি পারমানবিক অস্ত্র এই সীমান্তে। এপারে সিওল ওপারে পিয়ংইয়ং। উত্তর ও দক্ষিণ কোরিয়ায় এই সীমান্তে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। যে উত্তাপের বহিঃপ্রকাশ করেছেন কিম জং উনের শক্তিশালী ‘ছোটবোন’ কিম ইয়ো জং। কেন বহিঃপ্রকাশ ?

আর এতেই তেতে উঠেছে থার্টি এইটথ প্যারাল্যাল, উত্তর ও দক্ষিণ কোরিয়ার বর্ডার। কিম জং উনের ‘ছোটবোন’ কিম ইয়ো জংয়ের হুমকি অবশ্য ফাঁকা আওয়াজ হয়ে থেমে থাকেনি। কেঁপে উঠেছে পীত সাগরের জল।

কিম জং উন যদিও উড়িয়ে দিয়েছেন এই আর্টিলারি ফায়ারের কথা। প্রেসিডেন্ট কিম বলছেন এ সবই সিওলের অপপ্রচার। দক্ষিণ কোরিয় সেনাবাহিনীর মতে কিমের এই মন্তব্য অত্যন্ত নিম্ন স্তরের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটা বন্ধ হোক চাইছে সিওল।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন তাহলে আদতে উস্কানি দিচ্ছে কে? এর আগে বার্ষিক নীতিগত বৈঠকে, কিম পারমাণবিক হামলার হুমকি দিয়ে বলেন- যুদ্ধ যে কোনও সময়ে শুরু হতে পারে।

Published on: Jan 11, 2024 05:39 PM