AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Cheque System: চেকে টাকা দেওয়ার সময়  'Only' কেন?

Bank Cheque System: চেকে টাকা দেওয়ার সময় ‘Only’ কেন?

আসাদ মল্লিক

|

Updated on: May 06, 2023 | 12:26 PM

Share

Cheque: চেকে টাকার অঙ্ক লেখার পর লেখা হয় 'Only'। ধরুন, কাউকে ১ লক্ষ টাকা চেকে দিলেন। সঙ্গে লিখলেন ‘অনলি’। নিজেরই কেমন একটা অবাক লাগে না?

চেকে টাকার অঙ্ক লেখার পর লেখা হয় ‘Only’। ধরুন, কাউকে ১ লক্ষ টাকা চেকে দিলেন। সঙ্গে লিখলেন ‘অনলি’। নিজেরই কেমন একটা অবাক লাগে না? অনেকে মজা করে বলেনও,এতগুলো টাকাও অনলি? তবে এই অনলি লেখার পিছনে রয়েছে অন্য কারণ। আমরা সকলেই কম বেশি চেকের ব্যবহার করি। তবে এই চেক সংক্রান্ত এমন অনেক তথ্যই আছে,যা অজানা। কেন চেকে দু’টি লাইন কাটা হয় কিংবা কেন লেখা হয় ‘অনলি’? অনলি শব্দটি শুধু লেখার জন্য লেখা হয় এমনই নয়। এর পিছনে যিনি চেকে টাকা দিচ্ছেন, তাঁর আর্থিক নিরাপত্তার দিকটিও নির্ভর করে। যদি চেকে Only লিখতে ভুলে যান, তাহলে কি হয়? তাহলে কি চেক বাউন্স করে যায়? আসলে Only শব্দ আপনার চেকের জন্যই ভাল। চেকে আর্থিক অঙ্ক লেখার পর Only লেখা মানে আপনার চেক ‘ট্যাম্পারিং’ হওয়ার সম্ভাবনা থাকবে না। নির্দিষ্ট অঙ্ক লেখার পর যদি অনলি শব্দ না লিখলে Payee চাইলে নিজের ইচ্ছামতো টাকা তুলে নিতে পারেন। ধরা যাক কোনও একজনকে আপনি ২০,০০০ টাকা চেকের মাধ্যমে দিলেন। এই Amount কথায় লেখার সময় Only লেখেননি। কেউ চাইলে সেখানে অতিরিক্ত শব্দ বসিয়ে সেই অঙ্কের টাকা তুলে নিতে পারেন। ডিজিটের ক্ষেত্রেও Amount লেখার পর ‘/-‘ লেখা উচিত। এর ফলে আপনার লেখা সংখ্যার পর আর কেউ নতুন সংখ্যা সেখানে যুক্ত করতে পারবেন না। আপনারও প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে না।