Suvendu : নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কেন আজও প্রাসঙ্গিক নেতাজী? নেতাজী দেশের প্রধানমন্ত্রী হলে কতটা পরিবর্তন হত দেশের, জানালেন বিরোধী দলনেতা।
নেতাজী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলে দারিদ্র্য, বেকারত্ব, প্রাতিষ্ঠানিক দূর্নীতি থাকত না। পাশাপাশি দেশবিরোধী শক্তিরাও মাথা তুলে দাঁড়াতে পারত না বলে মত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নেতাজী যে এই সমাজে কতটা প্রাসঙ্গিক, তা বাংলাদেশি সনাতনীদের পীড়ার কথা উল্লেখের মাধ্যমে বোঝালেন বিজেপি বিধায়ক। শহীদ বেদীর পাদদেশে দাঁড়িয়ে ভারতবিরোধী শক্তিকে খতম করার শপথ নিলেন শুভেন্দু। দেখুন ভিডিয়ো
Published on: Jan 25, 2025 05:40 PM
Latest Videos