Delhi Election 2025: কেজরিওয়ালের ফের ভাগ্য পরীক্ষা, কাঁটার মুকুট নিয়েই কি দিল্লির মসনদে?

Delhi Election 2025: কেজরিওয়ালের ফের ভাগ্য পরীক্ষা, কাঁটার মুকুট নিয়েই কি দিল্লির মসনদে?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Feb 03, 2025 | 6:41 PM

আমাদের রাজ্যেও দুর্নীতির পাহাড় দেখেছি আমরা। যদিও সেই দুর্নীতি শাসক দলকে ব্যাকফুটে ঠেললেও ভোটবাক্সে তার কোনও প্রভাব পড়েনি। দিল্লিতেও কি তেমনটাই হবে? নাকি এবার দুর্নীতির ঢেউ ভাসিয়ে দেবে আপকে? দিল্লির মানুষকে কতটা আশাহত করলো কেজরিওয়ালের আদমিরা? দিল্লির রাজনীতির ট্রেন্ড ঠিক কী রকম? কেন দিনে দিনে দুর্নীতি গ্রাস করছে রাজনীতিকে?

তিন দশক পার করে আজ আবার একটা ভোটের সামনে দাঁড়িয়ে দিল্লি। ভাগ্য পরীক্ষার সামনে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল। ২০১৩ সালে আম আদমির পাশে দাঁড়িয়ে দিল্লির রাজনীতিকে পাল্টে দিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই কেজরিওয়ালের গায়েই আজ দুর্নীতির কালি। জেলের ঘানি পর্যন্ত টানতে হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এবার তাঁর লড়াই কতটা কঠিন? আমাদের রাজ্যেও দুর্নীতির পাহাড় দেখেছি আমরা। যদিও সেই দুর্নীতি শাসক দলকে ব্যাকফুটে ঠেললেও ভোটবাক্সে তার কোনও প্রভাব পড়েনি। দিল্লিতেও কি তেমনটাই হবে? নাকি এবার দুর্নীতির ঢেউ ভাসিয়ে দেবে আপকে? দিল্লির মানুষকে কতটা আশাহত করলো কেজরিওয়ালের আদমিরা? দিল্লির রাজনীতির ট্রেন্ড ঠিক কী রকম? কেন দিনে দিনে দুর্নীতি গ্রাস করছে রাজনীতিকে? একদিকে ভোটের ক্যাশ ফ্লো! অন্যদিকে দুর্নীতিকে ঢাকতে কি দিকে দিকে দেন খয়রাতি চলছে? এবারে কোন কোন খয়রাতি আশ্রয় নিয়েছেন কেজরিওয়াল? কিভাবে মোকাবিলা করবে বিজেপি? নিশ্চয়ই কোনও মাস্টার প্ল্যান রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের।