Bypolls: মাদারিহাটে গড় ধরে রাখতে পারবে বিজেপি? কী হবে সিতাইয়ে?

Bypolls: মাদারিহাটে গড় ধরে রাখতে পারবে বিজেপি? কী হবে সিতাইয়ে?

সঞ্জয় পাইকার

|

Updated on: Nov 13, 2024 | 12:16 AM

Bypolls: রাজ্যের ৬ কেন্দ্রে ভোট। কিন্তু আলোচনায় ঘুরে ফিরে সেই মাদারিহাট। ১৩ বছর তৃণমূল ক্ষমতায় থাকলেও, উত্তরবঙ্গের এই আসনে কখনও জোড়াফুল ফোটেনি। ১৯৬৯ থেকে ২০১১ পর্যন্ত বাম শরিক আরএসপির গড় ছিল মাদারিহাট। রাজ্যে পালাবদলের পর থেকে চা বাগান অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপি জিতে আসছে।

কলকাতা: লোকসভা ভোটের পর রাজ্যে চার আসনে উপনির্বাচনে তৃণমূলের বড় জয়। আর তার পরপরই আরজি করের ভয়ঙ্কর ঘটনা। রাজ্যজুড়ে নাগরিক প্রতিবাদ। এই আবহে প্রথমবার জনমত বোঝার পালা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, শহর থেকে জঙ্গলমহল। রাজ্যের পাঁচ জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ৬টি বিধানসভা কেন্দ্রে বুধবার উপনির্বাচন। অনেকেই বলছেন, চর্চার কেন্দ্রে মাদারিহাট। শাসকের ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জ কতটা সফল হবে? উপভোটে প্রধান বিরোধী দল বিজেপির কী কৌশল? বৃহত্তর বাম ঐক্যর সুফল মিলবে কি?

রাজ্যের ৬ কেন্দ্রে ভোট। কিন্তু আলোচনায় ঘুরে ফিরে সেই মাদারিহাট। ১৩ বছর তৃণমূল ক্ষমতায় থাকলেও, উত্তরবঙ্গের এই আসনে কখনও জোড়াফুল ফোটেনি। ১৯৬৯ থেকে ২০১১ পর্যন্ত বাম শরিক আরএসপির গড় ছিল মাদারিহাট। রাজ্যে পালাবদলের পর থেকে চা বাগান অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপি জিতে আসছে। এই কেন্দ্রের বিধায়ক মনোজ টিগ্গা সাংসদ হওয়ার জন্যই মাদারিহাটে উপনির্বাচন। টিগ্গা বিধায়ক থেকে সাংসদ হলেও, বিজেপি কিন্তু পিছিয়ে পড়েছে মাদারিহাটে। একটা পরিসংখ্যান দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।

২০২১ সালে মাদারিহাটে তৃণমূলের চেয়ে ২৯ হাজার ৮৮৫ ভোটে এগিয়ে ছিল বিজেপি। ২০২৪ সালের লোকসভা ভোটে আলিপুরদুয়ারে জিতেছে তারা। কিন্তু, মাদারিহাট বিধানসভায় তাদের লিড কমেছে। কয়েকমাস আগে লোকসভায় এই কেন্দ্রে বিজেপির লিড ছিল ১১ হাজার ৬৩ ভোট। ফলে ৩ বছরে ব্যবধান কমেছে ১৮ হাজার ৮২২ ভোট।

গত তিন বছরে মাদারিহাটের সমীকরণ অনেকটাই বদলেছে। বিজেপির মার্জিন কমে যাওয়ার পিছনে উঠে আসছে প্রাক্তন সাংসদ জন বার্লার সঙ্গে বর্তমান সাংসদ মনোজ টিগ্গার দ্বন্দ্বের কথা। লোকসভা ভোটে টিকিট না পাওয়ার থেকে বারবার ফোঁস করেছেন বার্লা। এবার উপনির্বাচনের আগে তৃণমূল নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এমনকী দলীয় প্রার্থীর প্রচারে না গেলেও, বার্লাকে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থীর সঙ্গে। এইসব ছবি মাদারিহাটের ভোটের আগে নানা মহলে কৌতূহল বাড়িয়েছে।

আলিপুরদুয়ার জেলার এই কেন্দ্রের ভোটে কী কী ফ্যাক্টর হতে পারে?

এই বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোটার প্রায় ৪২ শতাংশ, গোর্খা ৩৭ শতাংশ আর চা শ্রমিক ২০ শতাংশ। ডুয়ার্সের এই কেন্দ্রে হাত বাড়ালেই চা বাগান। মাদারিহাট বিধানসভায় রয়েছে পঁচিশটি চা বাগান। এর মধ্যে বন্ধ থাকা চারটি বাগান নিয়ে শ্রমিক অসন্তোষ রয়েছে ভাল মতো। বন্ধ বাগান এই কেন্দ্রের ভোটের অন্যতম বড় ইস্যু।

আলিপুরদুয়ারের পাশের জেলা কোচবিহারেও ভোট উত্তাপ। এখানে আলোচনায় সিতাই। এখানকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া সাংসদ হওয়ার কারণে সিতাইয়ে আবার ভোট। ভোটের আগে সিতাইয়ের উত্তাপ বেড়েছে গরম গরম ডায়লগে। একসময় ফরওয়ার্ড ব্লক, তারপর কংগ্রেসের দাপট ছিল সিতাইয়ে। তবে ২০১৬ থেকে ঘাসফুলের হাতে সিতাই।

২০২১ সালে এই আসনে বিজেপির চেয়ে ১০ হাজার ১১২ ভোট বেশি পেয়েছিল তৃণমূল। আর ২০২৪ সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে তাদের লিড বেড়ে হয়েছে ২৮ হাজার ৩৭৭ ভোট। ৩ বছরে ব্যবধান বেড়েছে ১৮ হাজার ২৬৫ ভোট।

তৃণমূল যাঁকে প্রার্থী করেছে সেই সঙ্গীতা রায়, তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়ার স্ত্রী। তবে সঙ্গীতার মনোনয়ন নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়। তাঁর বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে হাইকোর্টে মামলা হয়। যদিও আদালত জানিয়ে দেয় এব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না।

এই প্রেক্ষাপটে সিতাই যেন অনেকটাই ঠান্ডা, যত আলোচনা মাদারিহাট নিয়ে। যেখানে বিজেপির টার্গেট গড়রক্ষা, আর তৃণমূলের লক্ষ্য প্রথমবার জয়।