মিমের সঙ্গে জোট করব, মুর্শিদাবাদে ২টি আসন ছাড়ব: হুমায়ুন
ওয়েসি সাহেব কত ডিমান্ড করেন দেখতে হবে। আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম-আইএসএফ এদের চারটে সিট ছাড়লাম। ওরা শূন্য আছে তো এখানে। কংগ্রেসও শূন্য। তবে ওদের ১০টা ছাড়লাম। যেহেতু মুর্শিদাবাদে অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে ওকে দশটা ছাড়লাম। তাহলে ১০ আর চারে ১৪। আমার ৮ আর তার মধ্যে ওয়াইসি সাহেবকে ২ ছাড়ব। আমি ৬টায় লড়ব।”
মুর্শিদাবাদ: ‘সিপিএম রাজি, আর কংগ্রেসের-মিমকে বলব’ বিধানসভা ভোটের আগে আরও একবার নতুন দল নিয়ে মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। জোট করে তৃণমূলকে হারাবেন সেই বার্তাই এবার দিলেন হুমায়ুন। তিনি ফের জানালেন, আগামী ২২ তারিখ নতুন দল খুলবেন। তাঁর এই নতুন দল যে একদম তৈরি সে বার্তাও দিয়েছেন হুমায়ুন। হুমায়ুন টিভি ৯ বাংলাকে বলেন, “আমার নতুন দল তো রেডি আছে। আগামী ২২ তারিখ ওপেন করব। ওয়েসি সাহেবের সঙ্গে জোট করব। আমার টার্গেট ১৩৫। তার মধ্যে ওয়েসি সাহেব কত ডিমান্ড করেন দেখতে হবে। আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম-আইএসএফ এদের চারটে সিট ছাড়লাম। ওরা শূন্য আছে তো এখানে। কংগ্রেসও শূন্য। তবে ওদের ১০টা ছাড়লাম। যেহেতু মুর্শিদাবাদে অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে ওকে দশটা ছাড়লাম। তাহলে ১০ আর চারে ১৪। আমার ৮ আর তার মধ্যে ওয়াইসি সাহেবকে ২ ছাড়ব। আমি ৬টায় লড়ব।”
