Gold Price: ক্রমাগত উঠেছে সোনা, শেয়ারের পালে হাওয়া লাগতেই হড়কে পড়বে সোনার দাম?
Gold: ভবিষ্যতে সোনার দাম কি হুড়মুড়িয়ে পড়তে পারে? বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারের বর্তমানে যা অবস্থা তাতে কিছুটা হলেও সোনার দামে পতন হতে পারে।
মার্চের তৃতীয় সপ্তাহে সোনার উর্ধ্বগতির পর সোনায় বিনিয়োগকারীরা তাদের প্রফিট তুলে নেওয়ার পর শুক্রবার সোনার দামে সামান্য অধঃগতি দেখা যায়। তবে, আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা ও বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামের বৃদ্ধি দেখা গিয়েছে।
তবে ভবিষ্যতে সোনার দাম কি হুড়মুড়িয়ে পড়তে পারে? বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারের বর্তমানে যা অবস্থা তাতে কিছুটা হলেও সোনার দামে পতন হতে পারে। কিন্তু সেই পতনের পরিমাণ হবে সামান্যই। স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের বাজার থেকে বেরিয়ে যাওয়ার কারণে এই পতন দেখা দিতে পারে। তবে, মুদ্রাস্ফীতি বা ডলার সূচকের বিরুদ্ধে সোনা যেহেতু একটি শক্তিশালী হাতিয়ার, তাই সোনার দাম আবারও বাড়তে থাকবে এবং তা নয়া রেকর্ডও তৈরি করতে পারে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।