Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Mohammed Siraj, GT vs PBKS: আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!

IPL 2025, Mohammed Siraj, GT vs PBKS: আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 25, 2025 | 1:45 PM

IPL 2025: পেসার সিরাজ এখন প্রবল চাপে। নতুন শুরুতে গুজরাট টাইটান্সের প্রতিপক্ষ আজ পঞ্জাব কিংস। উল্টোদিকের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। প্রত্যাবর্তনটা যেন তাঁর কাছ থেকেও শিখতে পারেন সিরাজ!

বছর দুয়েক আগের কথাও ভাবুন! জসপ্রীত বুমরা, মহম্মদ সামির সঙ্গে ভারতীয় পেস আক্রমণের অবিচ্ছেদ্য অঙ্গ মহম্মদ সিরাজ। বুমরা এবং সামিকে একসঙ্গে বিশ্রাম দেওয়া হলে কিংবা চোটের কারণে পাওয়া না গেলে ভারতের পেস বোলিংয়ের নেতৃত্ব দিতেন। ঠিক চলছিল। কিন্তু গত বর্ডার-গাভাসকর ট্রফিতে যেন নতুন দেওয়াল লিখন। সিরাজ নিজেও সেটা পড়তে পারছিলেন। অস্ট্রেলিয়ায় শেষ দিকে চেষ্টা বাড়িয়ে দেন। সাফল্যও কিছুটা মিলেছিল। তবে সিরাজের মতো সিনিয়র পেসারের থেকে যা প্রত্যাশা, পূরণ হয়নি।

ক্রিকেটের বাইরে মহম্মদ সিরাজের আরও একটা পরিচয় রয়েছে। তেলঙ্গানা সরকার তাঁকে ডিএসপি পোস্টে নিয়োগ করে সম্মান জানিয়েছিল। পুলিশ সিরাজ নন, পেসার সিরাজ এখন প্রবল চাপে। নতুন শুরুতে গুজরাট টাইটান্সের প্রতিপক্ষ আজ পঞ্জাব কিংস। উল্টোদিকের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। প্রত্যাবর্তনটা যেন তাঁর কাছ থেকেও শিখতে পারেন সিরাজ! আইপিএলে ‘মিঞাঁ-রাজ’ দেখা গেলে দ্রুতই হয়তো সাদা বলেও জরুরি হয়ে উঠবেন…।

Published on: Mar 25, 2025 01:45 PM