AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXCLUSIVE SAMIR BANERJEE : চ্যাম্পিয়ন হওয়ার পর TV9 বাংলায় প্রথম সাক্ষাৎকার সমীর ব্যানার্জির

EXCLUSIVE SAMIR BANERJEE : চ্যাম্পিয়ন হওয়ার পর TV9 বাংলায় প্রথম সাক্ষাৎকার সমীর ব্যানার্জির

raktim ghosh

|

Updated on: Jul 12, 2021 | 6:22 AM

Share

SAMIR BANERJEE : TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সমীর জানান, "কলকাতার প্রিয় ঘোরার জায়গা হল সাউথ সিটি মল।" আর প্রিয় খাবার? জকোভিচ ও লিয়েন্ডার পেজের ভক্ত সমীর জানালেন , "ফিসফ্রাই আর মিষ্টি দই।"

রক্তিম ঘোষ

 

উইম্বলডনে বাঙালি বিস্ময় বালক সমীর ব্যানার্জি। চ্যাম্পিয়ন হওয়ার পর সবে হোটেলে ফিরেছেন সমীর। তখনই ফোনে ধরা দিলেন সমীর ব্যানার্জি। উইম্বলডন জুনিয়রে চ্যাম্পিয়ন হওয়ার সফর কতটা কঠিন ছিল? সমীর জানান, “করোনার জন্য সমস্যা হয়েছিল নিউজাার্সিতে। তার উপর মার্কিন মুলুকে তেমন ঘাসের কোর্ট নেই। তাই বাড়ি থেকে দূরেই সারতে হয়েছে অনুশীলন।”

আর কলকাতার প্রসঙ্গ উঠলেই আবেগ তাড়িত সমীর। TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সমীর জানান, “কলকাতার প্রিয় ঘোরার জায়গা হল সাউথ সিটি মল।” আর প্রিয় খাবার? জকোভিচ ও লিয়েন্ডার পেজের ভক্ত সমীর জানালেন , “ফিসফ্রাই আর মিষ্টি দই।” করোনা মিটলেই কলকাতায় আসার পরিকল্পনা রয়েছে উইম্বলডনে ইতিহাস গড়া বাঙালির। ২০১৫ সালের পর ফের একবার কলকাতার সাউথ ক্লাবে খেলতে চান তিনি।

আর সাক্ষাৎকারের শেষ পাতে, টেনিসপ্রেমী বাঙালিকে বাংলায় জানালেন, “আমি তোমাকে ভালবাসি।”