AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: ঠান্ডা তো পড়ল, বড়দিনের আগে কী কনকনে ঠান্ডা পড়বে?

Weather Update: ঠান্ডা তো পড়ল, বড়দিনের আগে কী কনকনে ঠান্ডা পড়বে?

rahul Sadhukhan

|

Updated on: Dec 21, 2023 | 8:42 PM

Share

এবার শীতও চুরি হতে চলেছে বাংলায়। ভরা ডিসেম্বরে বড়দিনের সময়টাতেই উধাও হবে শীত। বাড়বে রাতের তাপমাত্রা।

এবার শীতও চুরি হতে চলেছে বাংলায়। ভরা ডিসেম্বরে বড়দিনের সময়টাতেই উধাও হবে শীত। বাড়বে রাতের তাপমাত্রা। উত্তরের হাওয়া আটকে। এদিকে সাগরের হাওয়া ঢুকছে। পশ্চিমবঙ্গে একটানা শীত কোন বছরই পড়ে না। এবছর ঠান্ডা তো পড়েছে। পাঁচ সাত দিন ধরে বেশ ঠান্ডা ছিল। আগামী পাঁচ দিন এরকম ঠান্ডা থাকবে। তবে ২২ তারিখের পর থেকে একটু মেঘলা আকাশ থাকবে। টানা দুমাস কলকাতা কখনোই ঠান্ডা থাকে না। পশ্চিমী ঝঞ্ঝার উপর নির্ভর করে কলকাতার ঠান্ডা। ২২ তারিখের পর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। তখন মেঘলা আকাশ থাকবে। তবে আবহাওয়াবিদরা যাই বলুক না কেন, কলকাতা তেমন ঠান্ডা নেই। দুপুরের দিকে গরমের পোশাক খুলে ফেলতে হচ্ছে। এইভাবে সেই চুরি হয়ে যাচ্ছে। তাই বাঙালির মন খারাপ।