Eye Transplant: চিকিৎসা বিজ্ঞানে নজিরবিহীন সাফল্য

| Edited By: Tapasi Dutta

Nov 26, 2023 | 6:08 PM

চিকিৎসাশাস্ত্রে যুগান্তকারী ঘটনা ঘটল নিউ ইয়র্কে। অ্যারন জেমস নামক এক ব্যক্তির চোখের মণি প্রতিস্থাপন হল। দুর্ঘটনায় জখম হয় তাঁর মুখ। ক্ষতিগ্রস্ত হয় চোখ, নাক ও মুখ। তিনি দৃষ্টিশক্তি হারান। অপারেশনের পর তাঁর দৃষ্টিশক্তি ফিরলে তা হবে চিকিৎসাশাস্ত্রের অনন্য নজির। অ্যারন জেমস এখন সুস্থ আছেন।

চিকিৎসাশাস্ত্রে যুগান্তকারী ঘটনা ঘটল নিউ ইয়র্কে। অ্যারন জেমস নামক এক ব্যক্তির চোখের মণি প্রতিস্থাপন হল। দুর্ঘটনায় জখম হয় তাঁর মুখ। ক্ষতিগ্রস্ত হয় চোখ, নাক ও মুখ। তিনি দৃষ্টিশক্তি হারান। অপারেশনের পর তাঁর দৃষ্টিশক্তি ফিরলে তা হবে চিকিৎসাশাস্ত্রের অনন্য নজির। অ্যারন জেমস এখন সুস্থ আছেন। কর্ণিয়া ট্রান্সপ্ল্যান্টে পুরো চোখ প্রতিস্থাপন করা হয়।

মণি ঘিরে অপটিক নার্ভকে বাঁচিয়ে অন্ধত্ব থেকে রোগীকে বাঁচায় এই অপারেশন। চক্ষু বিশেষজ্ঞ এডুয়ার্ডো রডরিকস বলছেন জেমস ফিরে পাবেন তাঁর দৃষ্টিশক্তি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অপথ্যালমোলজির বিভাগীয় প্রধানও আশাবাদী। চিকিৎসাশাস্ত্রের যুগান্তকারী এই ঘটনা আগামীদিনে চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেবে।