Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment in India: বিশ্ব বিখ্যাত সংস্থা বলছে, বিনিয়োগ করবেন নাকি তাদের কথা শুনে?

Investment in India: বিশ্ব বিখ্যাত সংস্থা বলছে, বিনিয়োগ করবেন নাকি তাদের কথা শুনে?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 22, 2025 | 2:27 PM

Cable and Wire: গোল্ডম্যান স্যাকস ও ম্যাকুয়ারির অনেকটা বেশি উচ্চাশা রয়েছে ভারতের কেবল ও তারের সেক্টর নিয়ে। আর তাদের তালিকায় সবার উপরে রয়েছে এই সংস্থা...

আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা গোল্ডম্যান স্যাকস ভারতের বাজারের বর্তমান কারেকশনের কথা মাথায় রেখে বলেছে, ভারতের কেবল ও তারের সেক্টর এই মুহূর্তে বিনিয়োগকারিদের একটা সুযোগ দিচ্ছে। আর এক আন্তর্জাতিক অর্থনৈতিক সেবা প্রদানিকারী সংস্থা ম্যাকুয়ারিও প্রায় একই কথা বলছে। যদিও তাঁদের আরও অনেকটা বেশি উচ্চাশা রয়েছে এই সেক্টর নিয়ে।

আর এই দুই সংস্থার তালিকায় অবশ্যই রয়েছে ভারতের সবচেয়ে বড় তার উৎপাদনকারী সংস্থা পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড। এই সংস্থা ভারতের অন্যতম দ্রুত এগিয়ে চলে এফএমসিজি সংস্থা। ভারতে তাদের মোট ২৮টি কারখানা রয়েছে। রয়েছে ২৯টি ওয়্যারহাউসও। আর পৃথিবীর মোট ৭০টি দেশে তাদের উপস্থিতি রয়েছে।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।