GERMAN SHIP WRECKAGE: গুপ্তধন নিয়ে সলিল সমাধি জাহজের

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 16, 2023 | 5:00 PM

৪০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার হল জার্মানিতে। জার্মানির লুবেকের কাছে এই উদ্ধারকাজ হয়। ২০২১ থেকে সেখানে নদীর নাব্যতা পরিমাপের কাজ চলছিল। সেই কাজ করতে গিয়ে ধরা পড়ে এই ধ্বংসাবশেষ।

৪০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার হল জার্মানিতে। জার্মানির লুবেকের কাছে এই উদ্ধারকাজ হয়। ২০২১ থেকে সেখানে নদীর নাব্যতা পরিমাপের কাজ চলছিল। সেই কাজ করতে গিয়ে ধরা পড়ে এই ধ্বংসাবশেষ। বিশেষজ্ঞদের ধারনা স্ক্যান্ডিনেভিয়ার বাণিজ্যিক জাহাজ এটি। জলের ১১ মিটার নিচে মেলে জাহাজের ভগ্নাংশ। আগুনে পুড়ে কালো হয়ে গেছে সব কাঠ। জাহাজের মধ্যে ছিল মদের পিপে আর নিদর্শন মিলেছে মাংসের। বিশেষজ্ঞরা তাই জাহাজ ডোবার কারণ হিসাবে বলছেন। রান্নার আগুন বা পর্তুগিজ জলদস্যুর আক্রমণ থেকে ডোবে জাহাজ। জাহাজে যা মিলেছে তা যেন গুপ্তধন। জাহাজটির থেকে মিলেছে চন্দন কাঠ, চিনা মাটির বাসন। পাওয়া গেছে দুর্দান্ত নকশা আঁকা মোহর। ২৫ মিটার লম্বা আর ৬ মিটার চওড়া ছিল জাহাজটি। জাহাজটির থ্রিডি মডেল তৈরি হবে।