হিয়ারিংয়ে পাল থেকে তাল, ঠিকানা খুঁজে পাচ্ছেন না ভোটাররা
এসআইআর প্রক্রিয়াকে ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি হল মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় সংখ্যালঘু মানুষের মধ্যে। ২৩৬ বিধানসভার ২৪৩ নম্বর বুথের প্রায় ১২০০ ভোটারের মধ্যে ২৪৮ জনকে হিয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে। যাঁদের মধ্যে অনেকেই রয়েছেন পঞ্চাশোর্ধ্ব। এর বাইরেও আরও একটি বিষয় নিয়ে তাঁরা আতঙ্কিত। কারণ হিয়ারিংয়ের জন্য পাঠানো নোটিসে প্রত্যেকের ঠিকানা সম্পূর্ণ অন্য। ভোটার কার্ড কিংবা এপিক নম্বর এক থাকলেও ঠিকানা সম্পূর্ণ অন্য। শুনানির জন্য যে নোটিস দেওয়া হয়েছে তাঁদের, সেই নোটিসেই ঠিকানা ভুল। আর তাতেই আতঙ্ক বেড়েছে এলাকার মানুষের। প্রত্যেকেই দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায়। কিন্তু ওই এলাকার যা ঠিকানা, সেই ঠিকানার পরিবর্তে তালতলা নামে একটি জায়গার ঠিকানা দেওয়া হয়েছে হিয়ারিংয়ের নোটিসে। ওই এলাকায় তালতলা নামে কোনও জায়গা নেই বলেও জানিয়েছেন ভোটাররা। বিএলও নোটিস দিয়ে গিয়েছেন বাড়ি বাড়ি। আর তারপরই বিভ্রান্তি চরমে। এই নিয়ে কমিশনকে তোপ দেগেছে তৃণমূল।
এসআইআর প্রক্রিয়াকে ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি হল মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় সংখ্যালঘু মানুষের মধ্যে। ২৩৬ বিধানসভার ২৪৩ নম্বর বুথের প্রায় ১২০০ ভোটারের মধ্যে ২৪৮ জনকে হিয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে। যাঁদের মধ্যে অনেকেই রয়েছেন পঞ্চাশোর্ধ্ব। এর বাইরেও আরও একটি বিষয় নিয়ে তাঁরা আতঙ্কিত। কারণ হিয়ারিংয়ের জন্য পাঠানো নোটিসে প্রত্যেকের ঠিকানা সম্পূর্ণ অন্য। ভোটার কার্ড কিংবা এপিক নম্বর এক থাকলেও ঠিকানা সম্পূর্ণ অন্য। শুনানির জন্য যে নোটিস দেওয়া হয়েছে তাঁদের, সেই নোটিসেই ঠিকানা ভুল। আর তাতেই আতঙ্ক বেড়েছে এলাকার মানুষের। প্রত্যেকেই দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায়। কিন্তু ওই এলাকার যা ঠিকানা, সেই ঠিকানার পরিবর্তে তালতলা নামে একটি জায়গার ঠিকানা দেওয়া হয়েছে হিয়ারিংয়ের নোটিসে। ওই এলাকায় তালতলা নামে কোনও জায়গা নেই বলেও জানিয়েছেন ভোটাররা। বিএলও নোটিস দিয়ে গিয়েছেন বাড়ি বাড়ি। আর তারপরই বিভ্রান্তি চরমে। এই নিয়ে কমিশনকে তোপ দেগেছে তৃণমূল।
