Zohran Mamdani, New York-এর নতুন মেয়রের সঙ্গে ভারতের যোগ কোথায় জানেন?

Nov 07, 2025 | 4:05 PM

Zohran Mamdani: জয়ের পথে পেয়েছেন ৫১ শতাংশ ভোট। সেখানে ট্রাম্পের দলের প্রার্থীর ভাগ্যে ১০ শতাংশ ভোটও জোটেনি। মা ভারতীয় ফিল্ম ডিরেক্টর মীরা নায়ার। বাবা ভারতীয় বংশদ্ভূত উগান্ডার নামী লেখক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি।

কয়েকদিন আগেই বিয়ে হয়েছে তাঁর। ফলে তেমন অভিজ্ঞতা নেই দাম্পত্যে। তাঁর অভিজ্ঞতা নেই রাজনীতিতেও। আর তাঁর হাতেই এসে পড়ল আমেরিকার সবচেয়ে বড় শহর, দুনিয়ার সবচেয়ে আলোচিত শহর, নিউইয়র্কের ভার সামলানোর দায়িত্ব। আর এই দায়িত্ব পাওয়ার পথে তিনি হারিয়েছেন ট্রাম্পের দলের প্রার্থীকে।

জয়ের পথে পেয়েছেন ৫১ শতাংশ ভোট। সেখানে ট্রাম্পের দলের প্রার্থীর ভাগ্যে ১০ শতাংশ ভোটও জোটেনি। মা ভারতীয় ফিল্ম ডিরেক্টর মীরা নায়ার। বাবা ভারতীয় বংশদ্ভূত উগান্ডার নামী লেখক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি। স্ত্রী রমা দুয়াজি পেশাদার অ্যানিমেশন শিল্পী। ৭ বছর বয়সে মা-বাবার হাত ধরে উগান্ডা থেকে চলে আসেন আমেরিকায়। ভোটে জিতেছেন। আগামী পয়লা জানুয়ারি শপথ নিয়ে নিউইয়র্কের মেয়রের চেয়ারে বসবেন।

Published on: Nov 07, 2025 04:02 PM