Zombie Virus: জাগছে মারাত্মক জম্বি ভাইরাস
৫০ হাজার বছর পর আবার জীবিত হচ্ছে জম্বি ভাইরাস। গত ১০ বছর ধরে এই বিষয়ে গবেষণা করছেন রাশিয়ান বিজ্ঞানীরা। রাশিয়ান বিজ্ঞানী মিখেইল ক্লেভেরি ভাইরাসটির সন্ধান পান। একটি হ্রদের তলায় ঘুমিয়ে ছিল এই জম্বি ভাইরাস। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশেও দিব্যি বেঁচে বর্তে থাকে এই ভাইরাসটি।
৫০ হাজার বছর পর আবার জীবিত হচ্ছে জম্বি ভাইরাস। গত ১০ বছর ধরে এই বিষয়ে গবেষণা করছেন রাশিয়ান বিজ্ঞানীরা। রাশিয়ান বিজ্ঞানী মিখেইল ক্লেভেরি ভাইরাসটির সন্ধান পান। একটি হ্রদের তলায় ঘুমিয়ে ছিল এই জম্বি ভাইরাস। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশেও দিব্যি বেঁচে বর্তে থাকে এই ভাইরাসটি। এর মারন ক্ষমতা করোনার চেয়েও শতগুণ বেশি।
মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর এই জম্বি ভাইরাস। এই ভাইরাসের কোনও প্রতিকারও এখনও জানা নেই। কেন ঘুম ভাঙছে ভাইরাসটির? সারা পৃথিবী জুড়ে প্রতি বছর বাড়ছে উষ্ণতা। তাপ বাড়ছে পৃথিবীর। মেরু বরফ গলে সমুদ্রের জলস্তর বাড়ছে প্রতি বছর। দূষণে জেরবার পৃথিবী। বিজ্ঞানীদের মতে বৈশ্বিক উষ্ণায়নে বরফের স্তর গলছে সাইবেরিয়া অঞ্চলে। তার ফলেই জেগে উঠছে প্রাচীন সব ভাইরাসের দল। ২০২২ এ প্রথম এই ভাইরাসের অস্তিত্বের কথা জানান বিজ্ঞানীরা।
Latest Videos
Latest News