Viral Video: স্কেটবোর্ড নিয়ে কেরামতি দেখাতে গিয়ে রাস্তাতেই ‘ধপাস’ এক যুবতি, হাসতে হাসতে পেটে খিল!
A Girl Skating Style Video: স্কেটিং করা বেশ কঠিন কাজ। আর সেই কাজটি অনায়াসেই করেন অনেকে। কিন্তু এই ভিডিয়োয় অন্য়রকম কিছু ঘটেছে। স্কেটবোর্ডে যেতে যেতে কেরামতি দেখাতে চেয়েছিলেন। আর ব্য়াস, আপনি যা ভাবছেন ঠিক তাই হল।
Latest Viral Video: সোশ্যাল মিডিয়া (Social Media) প্রতিদিনই কিছু না কিছু ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়। তারমধ্য়েই এমন অনেক ভিডিয়ো থাকে যা মানুষকে চমকে দেয়, আবার এমনও থাকে যা দেখে হাসি থামানো যায় না। একটি মেয়ের স্কেটিং করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে নিজের হাসি থামিয়ে রাখতে পারেননি অধিকাংশ নেটিজ়েন। স্কেটিং করা বেশ কঠিন কাজ। আর সেই কাজটি অনায়াসেই করেন অনেকে। কিন্তু এই ভিডিয়োয় অন্য়রকম কিছু ঘটেছে। স্কেটবোর্ডে (Skate Board) যেতে যেতে কেরামতি দেখাতে চেয়েছিলেন। আর ব্য়াস, আপনি যা ভাবছেন ঠিক তাই হল। মুখ থুবড়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলেন। শুধু তাই নয় পড়ে যাওয়ার পরের মুহূর্তেই উনি এমনভাবে উঠে দাঁড়ালেন যেন কিছুই হয়নি। যা দেখে আপনি আপনার হাসি চেপে রাখতে পারবেন না।
— It’s A Chick Thang (@ChickThang) February 7, 2023
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে স্কেটিং ট্র্যাকে স্কেট করছে। কিন্তু তার পরের মুহূর্তেই যেই তিনি স্কেটটি নিয়ে একটু কেরামতি করতে গেলেন। এক্কেবারে মুখ থুবড়ে পড়লেন মাটিতে। প্রথমে স্কেট-এ ব্য়ালেন্স করার জন্য় বসে বসেই নামছিলেন। কিন্তু পরের মুহুর্তে তার ভারসাম্য বিগড়ে যায় এবং তারপর মাটিতে আছড়ে পড়ে। যেই তিনি স্কেট-এ উঠে দাঁড়ালেন আর ঘুরতে গেলেন, তখনই পড়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে এমন ভাবে উঠে দাঁড়ালেন যেন পড়ে গিয়েও ওনার লাগেনি।
কয়েক সেকেন্ডের এই ক্লিপটি টুইটারে @ChickThang নামে এক টুইটার ব্য়বহারকারী শেয়ার করেছেন। ক্লিপটিতে এখনও পর্যন্ত 1.1 লাখের বেশি ভিউ হয়েছে। আর 2 হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। এর পাশাপাশি নেটিজেনরাও অনেক কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “উনি যেমনভাবে পড়লেন ওনার বড় কোনও ক্ষতি হতে পারত।” আর একজন লিখেছেন, “আমি আশা করিনি এমন কিছু হবে। উনি খুব বাজে ভাবে পড়লেন।”