AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukriane Viral Video: মুখে জ্বলন্ত সিগারেট, জীবনের ঝুঁকি নিয়ে বোমা সরাচ্ছেন এক ইউক্রেনিয়! দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital

| Edited By: অরিজিৎ দে

Updated on: Feb 28, 2022 | 5:54 PM

Share

Ukraine War: এরমধ্যে যুদ্ধের এই সময়ে ভাইরাল হয়েছেন এক জনৈক ইউক্রেনিয়। দেশের স্বার্থে তাঁর এই সাহসিকতা দেখে চোখ কপালে উঠেছেন নেটিজ়েনদের।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। রুশ আক্রমণের মুখে পড়ে মাতৃভূমি রক্ষায় অস্ত্র হাতে তুলে নিয়েছেন সাধারণ ইউক্রেনিয়রা (Ukrainian Citizen)। নিজেদের শক্তিতে রুশ সেনাকে যতদূর সম্ভব আটকে রাখার চেষ্টা চালাচ্ছেন ইউক্রেন সেনা বাহিনী। সাহসিকতার সঙ্গে তাদের যোগ্য সঙ্গত দিচ্ছেন ইউক্রেনবাসীরা। রুশ আক্রমণ প্রতিহত করার পিছনে রয়েছেন খোদ ইউক্রেনিয় প্রেসিডেন্ট ভলোডিমির জ়েলেনস্কি। এরমধ্যে যুদ্ধের এই সময়ে ভাইরাল হয়েছেন এক জনৈক ইউক্রেনিয়। দেশের স্বার্থে তাঁর এই সাহসিকতা দেখে চোখ কপালে উঠেছেন নেটিজ়েনদের। মুখে সিগারেট নিয়ে নিজের হাতে অবলীলায় রাশিয়ান ল্যান্ডমাইন সরিয়ে নিয়ে যাচ্ছেন এক ইউক্রেনিয় নাগরিক। ভিডিয়োতে দেখা যাচ্ছে রাস্তা থেকে সরিয়ে একটি ল্যান্ডমাইন তিনি একটি খোলা মাঠের দিকে নিয়ে যাচ্ছেন। তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তাঁর হাতে একটি মারাত্মক অস্ত্র রয়েছে।

সাধারণভাবে দেখে মনে হচ্ছে ইউক্রেনের সেনার ট্যাঙ্কে আঘাত হানতেই ল্যান্ডমাইনটি রেখেছিল রুশ সেনাবাহিনী। এই ল্যান্ডমাইন থেকে বড় ধরনে বিস্ফোরণ ঘটতে পারত। এই ধরনের ল্যান্ডমাইনের ওজনও অনেক বেশি। ইউক্রেনে রাশিয়ান আক্রমণ দেখিয়ে দিয়েছে সাহসিকতা লড়াই দিক থেকে ইউক্রেনিয়রা অনেকের তুলনায় অনেকটাই এগিয়ে। এই ভিডিয়ো সেই বক্তব্যকেই আরও জোরাল করল।

আরও পড়ুন Russia-Ukraine Conflict: যুদ্ধংদেহী! গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে বন্দুক হাতে লাস্যময়ী, কে এই আনাসতাসিয়া লেনা?

Published on: Feb 28, 2022 05:51 PM