Viral Video: ঝিলের জলে দৌড়াচ্ছে এক পশু, কীভাবে সম্ভব! ভাইরাল হল আনন্দ মহিন্দ্রার পোস্ট

New Viral Video: ভাইরাল হওয়া ভিডিয়োতে, একটি পশুকে ঝিলের জলের উপর এমনভাবে ছুটতে দেখা যাচ্ছে, যেন সে মাটিতে ছুটছে। তার দিকে তাকালে আপনি বুঝতেই পারবেন না যে, সে অথৈ জলে ছুটছে।

Viral Video: ঝিলের জলে দৌড়াচ্ছে এক পশু, কীভাবে সম্ভব! ভাইরাল হল আনন্দ মহিন্দ্রার পোস্ট
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 8:54 AM

Latest Viral Video: মানুষ বা পশু কি জলের উপর হাঁটতে পারে? স্পষ্টতই আপনি বলবেন না। কারণ পৃথিবীতে বসবাসকারী মানুষের বা অন্য় কোনও পশুর অথৈ জলের উপর দিয়ে হাঁটা বা দৌড়ানোর ক্ষমতা নেই। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হচ্ছে, যা আপনাকে অবাক করবে। সেখানে একটি পশুকে একটি ঝিলের উপর দিয়ে দৌড়তে দেখা যাচ্ছে। আপনি ভাবছেন এমন কীভাবে সম্ভব? তবে এমন সত্য়িই হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে, একটি পশুকে ঝিলের জলের উপর এমনভাবে ছুটতে দেখা যাচ্ছে, যেন সে মাটিতে ছুটছে। তার দিকে তাকালে আপনি বুঝতেই পারবেন না যে, সে অথৈ জলে ছুটছে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পশু জলের উপর ছুটছে। এই সময় একটি নৌকায় চড়ে একজন ব্যক্তি এটির একটি ভিডিয়ো করতে শুরু করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আপনি পুরো ভিডিয়োটি দেখার পরেও বিশ্বাস করতে পারবেন না যে, এমন কীভাবে সম্ভব? একটি পশু কীভাবে জলের উপর দিয়ে এভাবে দৌড়ে যেতে পারে?

এই ভিডিয়োটি শেয়ার করেছেন দেশের সুপরিচিত ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা। আপনি নিশ্চয়ই আনন্দ মাহিন্দ্রাকে চেনেন। তিনি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। তিনি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, “আপনিও জলের উপর দিয়ে হাঁটতে পারেন, যদি আপনি বিশ্বাস করেন আপনি পারবেন। নিজেকে এবং আপনার আকাঙ্ক্ষার উপর বিশ্বাস রেখে আপনার সপ্তাহ শুরু করুন।” মাত্র 11 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 1 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। যেখানে 21 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন এবং বিভিন্ন কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।” আরও একজন কমেন্টে লিখেছেন, “এটা কি আদৌ সত্য়ি? মানে এমনটা সত্য়িই হচ্ছে?”