নতুন বছরকে স্বাগত জানাতে রোবটদের নাচ, দেখুন ভাইরাল ভিডিও
টুইটারে এর মধ্যেই ১.১ মিলিয়ন লোক দেখে ফেলেছেন রোবটদের এই নাচ।
বর্ষবরণের আগে নাচের মহড়া দিচ্ছে চার চারটি রোবট। জনপ্রিয় ইংরেজি গান ‘ডু ইউ লাভ মি’-র তালে নেচে নতুন বছরকে স্বাগত জানাবে এই রোবটার। সম্প্রতি এমনই ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। জানা গিয়েছে, বস্টন ডায়নামিক সেন্টার এই রোবটগুলো তৈরি করেছে, যারা নিখুঁত নাচের স্টেপ করতে পারে। দ্য আমেরিকান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবোটিক ডিজাইন কোম্পানির তরফে এই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে গানের তালে কোমর দোলাচ্ছে চারটি রোবট।
What?
Check out Boston Dynamic's ATLAS robots dancing to The Contours – “Do You Love Me”.
We’re doomed…pic.twitter.com/Dj6fL3yA3h
— Rex Chapman?? (@RexChapman) December 29, 2020
২ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে প্রথমে দেখা গিয়েছে অ্যাটলাস নামের কটি হিউম্যানয়েড রোবটকে। তার সঙ্গে যোগ দিয়েছে রোবট ডগ। শেষের দিকে আরও একটি অদ্ভুত দর্শন রোবট ডান্স ফ্লোরে হাজির হয়েছে। দেখে আন্দাজ বড় বাক্স জাতীয় জিনিস তোলার জন্য তৈরি করা হয়েছে এই রোবট। তবে নিজের কাজের পাশাপাশি নাচের ক্ষেত্রেও এই রোবট বেশ পটু। ভিডিওতে দেখা গিয়েছে গানের সঙ্গে একদম সঠিক তালে জাগলিং, শেকিং এবং বেন্ড করছে ওই রোবটের দল। বস্টন ডায়নামিকস-এর তরফে ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তারা জানিয়েছে, নতুন বছরকে নাচ করে স্বাগত জানানোর জন্য তাদের রোবটের দল একদম তৈরি।
This is not CGI https://t.co/VOivE97vPR
— Elon Musk (@elonmusk) December 29, 2020
টুইটারে এর মধ্যেই ১.১ মিলিয়ন লোক দেখে ফেলেছেন রোবটদের এই নাচ। লাইক, কমেন্টের বন্যা বয়েছে ইউটিউবেও। রোবটদের নাচ দেখে মুগ্ধ টেসলা-র মালিক ইলন মাস্ক। তিনিও টুইট করেছেন এই ভিডিও।