
এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যারা খুব হিংস্র। ভুল করেও শান্ত প্রকৃতির প্রাণীরা তাদের সংস্পর্শে আসতে চায় না। কিন্তু কখন যে কোন প্রাণী হিংস্র প্রাণীদের হার মানাবে, তা কী আর বলা যায়। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। আর তার মধ্যেই এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভাবছেন তো, কী দেখা যাচ্ছে ভিডিয়োয়?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হায়েনা গাধার সঙ্গে লড়াই করে পারছে না। গাধাটি দাঁত দিয়ে হায়নার কান চেপে ধরেছে এবং এত শক্ত করে ধরে রেখেছে যে হায়না তা চেষ্টা করেও ছাড়াতে পারছে না। কেবল চিৎকার করেই চলেছে, কিন্তু গাধাটি তার কান ছাড়ছে না। কয়েক সেকেন্ড পরে, হায়েনা নিজেকে বাঁচাতেপারে এবং গাধার খপ্পর থেকে মুক্ত হতেই সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
— NATURE IS BRUTAL (@TheBrutalNature) December 27, 2023
এই ভিডিয়োটি সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার ক্যামেরায় রেকর্ড করেছিলেন, যা ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @TheBrutalNature আইডি নামে শেয়ার করা হয়েছে। মাত্র 12 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 75 হাজারেরও বেশি বার দেখা হয়েছে, সেইসঙ্গে ভিডিয়োটি শত শত মানুষ লাইকও করেছেন। এক ব্যক্তি মজার ছলে লিখেছেন, “এবার থেকে আর বোকা কাউকে ভুলেও গাধা বলা যাবে না।” অন্য এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “গাধাটি খুব সাহসী।”