ঝাড়খণ্ড: তিনি পেশায় একজন ট্রাক চালক। সারাবছর দেশজুড়ে ঘুরে ঘুরে সামান্য উপার্জন। আর সেই ট্রাক চালকের বাড়ির সামনে এবার দাঁড়াবে দেড় কোটি টাকার বিলাসবহুল বিদেশি গাড়ি। শুনে অনেকেই ভাবছেন, এটা কীভাবেই বা সম্ভব? একজন ট্রাক চালিয়ে কত টাকাই বা রোজগার করেন?
উনি কিন্তু শুধু একজন ট্রাক চালক নন। তার পাশাপাশি একজন ইউটিউবারও বটে। আর সেই ইউটিউব থেকেই নিজের জীবনের রোজনামচা ভিডিয়ো বা ভ্লগ বানিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করেন তিনি। তার নাম রাজেশ রাওয়ানি। সমাজমাধ্যমে ভাইরাল কিছু ব্যক্তিত্বগুলির মধ্যে তিনি অন্যতম। থাকেন ঝাড়খণ্ডের জামতারায়। বছর কয়েক আগে সেখানেই ইউটিউবের টাকায় একটি কোটি টাকার বাড়িও বানিয়েছেন তিনি। এবার কিনতে চলেছেন দেড় কোটির গাড়ি।
ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরের মতোই ভাইরাল হয়েছে রাজেশের সেই বিলাসবহুল গাড়ি কিনতে যাওয়া ভিডিয়ো। ট্রাক চালক থেকে এত বড় ইউটিউবার, সাফল্য় দেখে কার্যত চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
রাজেশের ইউটিউব ও ইনস্টাগ্রাম মিলিয়ে মোট ফলোয়ারের সংখ্য়া তিন মিলিয়নেরও অধিক। সম্প্রতি একটি পডকাস্টে তিনি জানান, তার জীবনটা কিন্তু আগে মোটেও এমনটা ছিল না। খুব মধ্যবর্গীয় আয়েই জীবন কাটিয়েছেন তিনি। মাসে মাত্র ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা রোজগার করতেন তিনি। সেই রোজগারই এখন আকাশছোঁয়া। তিনি জানান, ইউটিউবে রোজগার বাড়ার পর থেকে মাসেই ১০ লক্ষ টাকা রোজগার করেন তিনি। আর সেই টাকাতেই এবার বাড়ির সামনে দাঁড় করাতে চলেছেন BMW।