Viral Video: মাঝ আকাশে প্যারাগ্লাইডার, কোনওমতে ঝুলে রয়েছে এক যুবক! তারপর… দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 10, 2022 | 6:33 PM

এ দৃশ্য স্বভাবতই যথেষ্ট ভয়ঙ্কর। কারণ একচুল এদিক ওদিক হলেই সমূহ বিপদ। এদিকে ততক্ষণে হাওয়ার দাপটে আরও উপরে উঠতে শুরু করেছে প্যারাগ্লাইডারটি। আর সামনের অংশ থেকে কোনওমতে ঝুলে রয়েছেন ওই ব্যক্তি।

Follow Us

অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে অন্যতম জনপ্রিয় প্যারাগ্লাইডিং (Paragliding)। আর সেই প্যারাগ্লাইডিং করার সময়েই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থেকেছেন দু’জন। ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তের ভিডিয়োও (Viral Video)। দেখা গিয়েছে, এক মহিলা এবং তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তিকে প্যারাগ্লাইডারের (Paraglider) সঙ্গে আটকে থাকাকালীন তাঁদের সাহায্য করছিলেন একজন কর্মী। হঠাৎই দমকা হাওয়ায় আকাশে উড়ে যায় ওই প্যারাগ্লাইডার। তার সঙ্গে মহিলার গায়ে লাগানো একটা বেল্ট ধরে থাকা গ্রাউন্ড স্টাফও কার্যত উড়ে যান আকাশে। এ হেন ফগটনা সচরাচর শোনা যায় না। কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে। মধ্য চিলির কর্ডিলেরা প্রদেশের Las Vizcachas, Puento Alto এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এই ঘটনা ঘটার আগে প্যারাগ্লাইডিং এয়ারক্র্যাফটের সঙ্গে স্ট্র্যাপ দিয়ে বাঁধা ছিলেন একজন ইন্সট্রাক্টর এবং তাঁর ছাত্রী। প্রয়োজনীয় পোশাক এবং ক্র্যাশ হেলমেট পরে ছিলেন তাঁরা।

এই সময়েই একজন গ্রাউন্ড ওয়ার্কার প্যারাগ্লাইডারটিকে ওভাবে উড়তে দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। কোনওরকম নিরাপত্তা নেওয়া ছিল না তার। এই অবস্থায় প্যারাইগ্লাইডারের সঙ্গে দমকা হাওয়ায় উড়তে শুরু করেন ওই ব্যক্তিও। কোনওমতে এক হাত ধরে প্যারাগ্লাইডার থেকে ঝুলতে দেখা যায় তাঁকে। এ দৃশ্য স্বভাবতই যথেষ্ট ভয়ঙ্কর। কারণ একচুল এদিক ওদিক হলেই সমূহ বিপদ। এদিকে ততক্ষণে হাওয়ার দাপটে আরও উপরে উঠতে শুরু করেছে প্যারাগ্লাইডারটি। আর সামনের অংশ থেকে কোনওমতে ঝুলে রয়েছেন ওই ব্যক্তি।

প্রথমে এই বিষয়টি প্রথম খেয়াল করেন পাইলট। ওভাবে প্যারাইগ্লাইডারের সামনে থেকে গ্রাউন্ড ওয়ার্কারকে ঝুলতে দেখে সঙ্গে সঙ্গেই তিনি সিদ্ধান্ত নেন যে, যেভাবেই হোক ওই যুবককে নিরাপদে অবতরণ করাতে হবে। ততক্ষণে হাওয়ার গতি সামাল দিয়ে প্যারাগ্লাইডারে স্থিতিশীলতা এসেছে। এরপর একটি কম উঁচু পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় উচ্চতার ব্যবধান কমিয়ে একটু নীচের দিকে নেমে আসেন তিনি। এর ফলে নিরাপদে একটা লাফ দিয়ে ওই পাহাড়ের উপর নেমে পড়তে পারেন ওই গ্রাউন্ড ওয়ার্কার। অনুমান, কোনও টিলা জাতীয় জিনিসের মাথায় নেমেছিলেন তিনি। কপাল ভাল যে এ যাত্রায় কোনও চোট-আঘাত পাননি তিনি। সুস্থই রয়েছেন। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই কর্মী। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিলির এয়ার ট্র্যাভেল রেগুলেটরে এই ঘটনা জানানো হয়েছে। আর তদন্ত শুরু করেছে ডিজিসিএ।

আরও পড়ুন- Viral Video: কোরিয়াতেও ‘শ্রীবল্লি’ জাদু! ‘পুষ্পা’ ছবির জনপ্রিয় গানে নাচলেন কোরিয়ান তরুণী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: সন্তানের ক্ষতস্থানে পোকামাকড় ছড়িয়ে দিল মা শিম্পাঞ্জি, ওটাই ওষুধ, দাবি গবেষকদের

আরও পড়ুন- Viral Video: বিরিয়ানিতে ভাগ চাইল বোন, তারপর তার ভাই যা করল তা দেখে অবাক হয়ে যাবেন আপনি…

অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে অন্যতম জনপ্রিয় প্যারাগ্লাইডিং (Paragliding)। আর সেই প্যারাগ্লাইডিং করার সময়েই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থেকেছেন দু’জন। ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তের ভিডিয়োও (Viral Video)। দেখা গিয়েছে, এক মহিলা এবং তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তিকে প্যারাগ্লাইডারের (Paraglider) সঙ্গে আটকে থাকাকালীন তাঁদের সাহায্য করছিলেন একজন কর্মী। হঠাৎই দমকা হাওয়ায় আকাশে উড়ে যায় ওই প্যারাগ্লাইডার। তার সঙ্গে মহিলার গায়ে লাগানো একটা বেল্ট ধরে থাকা গ্রাউন্ড স্টাফও কার্যত উড়ে যান আকাশে। এ হেন ফগটনা সচরাচর শোনা যায় না। কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে। মধ্য চিলির কর্ডিলেরা প্রদেশের Las Vizcachas, Puento Alto এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এই ঘটনা ঘটার আগে প্যারাগ্লাইডিং এয়ারক্র্যাফটের সঙ্গে স্ট্র্যাপ দিয়ে বাঁধা ছিলেন একজন ইন্সট্রাক্টর এবং তাঁর ছাত্রী। প্রয়োজনীয় পোশাক এবং ক্র্যাশ হেলমেট পরে ছিলেন তাঁরা।

এই সময়েই একজন গ্রাউন্ড ওয়ার্কার প্যারাগ্লাইডারটিকে ওভাবে উড়তে দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। কোনওরকম নিরাপত্তা নেওয়া ছিল না তার। এই অবস্থায় প্যারাইগ্লাইডারের সঙ্গে দমকা হাওয়ায় উড়তে শুরু করেন ওই ব্যক্তিও। কোনওমতে এক হাত ধরে প্যারাগ্লাইডার থেকে ঝুলতে দেখা যায় তাঁকে। এ দৃশ্য স্বভাবতই যথেষ্ট ভয়ঙ্কর। কারণ একচুল এদিক ওদিক হলেই সমূহ বিপদ। এদিকে ততক্ষণে হাওয়ার দাপটে আরও উপরে উঠতে শুরু করেছে প্যারাগ্লাইডারটি। আর সামনের অংশ থেকে কোনওমতে ঝুলে রয়েছেন ওই ব্যক্তি।

প্রথমে এই বিষয়টি প্রথম খেয়াল করেন পাইলট। ওভাবে প্যারাইগ্লাইডারের সামনে থেকে গ্রাউন্ড ওয়ার্কারকে ঝুলতে দেখে সঙ্গে সঙ্গেই তিনি সিদ্ধান্ত নেন যে, যেভাবেই হোক ওই যুবককে নিরাপদে অবতরণ করাতে হবে। ততক্ষণে হাওয়ার গতি সামাল দিয়ে প্যারাগ্লাইডারে স্থিতিশীলতা এসেছে। এরপর একটি কম উঁচু পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় উচ্চতার ব্যবধান কমিয়ে একটু নীচের দিকে নেমে আসেন তিনি। এর ফলে নিরাপদে একটা লাফ দিয়ে ওই পাহাড়ের উপর নেমে পড়তে পারেন ওই গ্রাউন্ড ওয়ার্কার। অনুমান, কোনও টিলা জাতীয় জিনিসের মাথায় নেমেছিলেন তিনি। কপাল ভাল যে এ যাত্রায় কোনও চোট-আঘাত পাননি তিনি। সুস্থই রয়েছেন। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই কর্মী। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিলির এয়ার ট্র্যাভেল রেগুলেটরে এই ঘটনা জানানো হয়েছে। আর তদন্ত শুরু করেছে ডিজিসিএ।

আরও পড়ুন- Viral Video: কোরিয়াতেও ‘শ্রীবল্লি’ জাদু! ‘পুষ্পা’ ছবির জনপ্রিয় গানে নাচলেন কোরিয়ান তরুণী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: সন্তানের ক্ষতস্থানে পোকামাকড় ছড়িয়ে দিল মা শিম্পাঞ্জি, ওটাই ওষুধ, দাবি গবেষকদের

আরও পড়ুন- Viral Video: বিরিয়ানিতে ভাগ চাইল বোন, তারপর তার ভাই যা করল তা দেখে অবাক হয়ে যাবেন আপনি…

Next Article