Viral Video: বরফাবৃত লেকে আটকে সারমেয়! কনকনে ঠান্ডায় জামাকাপড় খুলেই উদ্ধার করে নিয়ে এলেন এই যুবক

কনকনে ঠান্ডা। বরফে ঢাকা একটি নদী। সেই নদীতে আটকে গিয়েছে একটি কুকুর। আর যুবকটি ওই হাড় কাঁপানে ঠান্ডার মধ্যে জামাকাপড় খুলে ঝাঁপ দিলেন নদীতে। বাঁচিয়ে নিয়ে এলেন কুকুটিকে।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 05, 2022 | 10:51 PM

সারমেয়র ভিডিয়ো আমাদের মন জিতে নেয়। কিন্তু সেই সারমেয় যখন খুব বিপদের সম্মুখীন হয়, মন ভাল থাকে না আমাদের। আর সেই সারমেয়কে যখন কেউ রক্ষা করে তাঁকে হিরো তকমা দিতেই মন চায়। তেমনই এক বিপদের সম্মুখীন কুকুরকে বাঁচিয়ে নেটাগরিকদের নয়নের মণি হয়ে গেলেন এক যুবক। কনকনে ঠান্ডা। বরফে ঢাকা একটি নদী (Icy Lake)। সেই নদীতে আটকে গিয়েছে একটি কুকুর (Dog)। আর যুবকটি ওই হাড় কাঁপানে ঠান্ডার মধ্যে জামাকাপড় খুলে ঝাঁপ দিলেন নদীতে। বাঁচিয়ে নিয়ে এলেন কুকুটিকে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো (Viral Video)


ভাইরাল হগ নামক একটি ইনস্টা পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, এই ব্যক্তিটিকে সারাদিন পশুদের উদ্ধার করতে দেখতে পারতাম। ভিডিয়োতে দেখা গিয়েছে, দুটি কুকুরকে। একটি কুকুর সেই বরাফবৃত নদীর স্থলভাগে রয়েছে। আর একটি কুকুর পড়ে গিয়েছে ঠান্ডা জলে। আওয়াজও শোনা যাচ্ছে তার। সেই কুকুরটিকে উদ্ধার করতেই জামাকাপড় পড়ে ঠান্ডা জলে হেঁটে যায় যুবকটি। পর্যটকরাও এসেছেন এই লেকটি দেখতে। তাঁদের কেউ ছবি তুলছেন, কেউ বা যুবকের এহেন সাহসিকতায় বাহবা দিচ্ছেন।

ভিডিয়োতে দেখা গিয়েছে যে, ওই বরফাবৃত লেকের ইতিউতি ছড়িয়ে রয়েছে কিছু কাঁটা গাছের ডাল। কুকুরটিকে উদ্ধার করতে যুবকটি সেই সব ডালপালা সরিয়েই এগিয়ে গেলেন। হিমায়িত বরফ জলের মধ্যে দিয়ে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে বরফ ভাঙতে থাকে। তারপরই নজরে আসে একটি কালো কুকুর। বরফ জলে আটকে সে চিৎকার করছে। যুবকটি তার কাছে পৌঁছে কলো করে নিয়ে আসে।

ভাইরাল এই ভিডিয়ো বহু মানুষ দেখে ফেলেছেন। ইতিমধ্যেই এই ভিডিয়োটির ভিউ ৫০ হাজার ছাপিয়ে গিয়েছে। আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের প্রত্যেকেই যুবকের প্রশংসায় পঞ্চমুখ। সবাই তাঁকে ‘হিরো’ আখ্যা দিয়েছেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: Viral Video: নাক টানা নোলকে ঢাকা মুখ, ঢুকছে না ফুচকা! সরিয়ে দিয়ে কৃতিত্বের দাবি বরের

আরও পড়ুন: Viral Video: বাজির শব্দে ভীত পথকুকুরে কান ঢাকল একরত্তি, নেটাগরিকদের মন জিতে নিল এই ভিডিয়ো!

আরও পড়ুন: Viral Video: ১৩০০০ ফুট উচ্চতায় কাঁচা বাদাম গানে ভাংরা, দুই ব্যক্তির এনার্জি লেভেল দেখে নেটিজেনদের বাহবা!

সারমেয়র ভিডিয়ো আমাদের মন জিতে নেয়। কিন্তু সেই সারমেয় যখন খুব বিপদের সম্মুখীন হয়, মন ভাল থাকে না আমাদের। আর সেই সারমেয়কে যখন কেউ রক্ষা করে তাঁকে হিরো তকমা দিতেই মন চায়। তেমনই এক বিপদের সম্মুখীন কুকুরকে বাঁচিয়ে নেটাগরিকদের নয়নের মণি হয়ে গেলেন এক যুবক। কনকনে ঠান্ডা। বরফে ঢাকা একটি নদী (Icy Lake)। সেই নদীতে আটকে গিয়েছে একটি কুকুর (Dog)। আর যুবকটি ওই হাড় কাঁপানে ঠান্ডার মধ্যে জামাকাপড় খুলে ঝাঁপ দিলেন নদীতে। বাঁচিয়ে নিয়ে এলেন কুকুটিকে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো (Viral Video)


ভাইরাল হগ নামক একটি ইনস্টা পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, এই ব্যক্তিটিকে সারাদিন পশুদের উদ্ধার করতে দেখতে পারতাম। ভিডিয়োতে দেখা গিয়েছে, দুটি কুকুরকে। একটি কুকুর সেই বরাফবৃত নদীর স্থলভাগে রয়েছে। আর একটি কুকুর পড়ে গিয়েছে ঠান্ডা জলে। আওয়াজও শোনা যাচ্ছে তার। সেই কুকুরটিকে উদ্ধার করতেই জামাকাপড় পড়ে ঠান্ডা জলে হেঁটে যায় যুবকটি। পর্যটকরাও এসেছেন এই লেকটি দেখতে। তাঁদের কেউ ছবি তুলছেন, কেউ বা যুবকের এহেন সাহসিকতায় বাহবা দিচ্ছেন।

ভিডিয়োতে দেখা গিয়েছে যে, ওই বরফাবৃত লেকের ইতিউতি ছড়িয়ে রয়েছে কিছু কাঁটা গাছের ডাল। কুকুরটিকে উদ্ধার করতে যুবকটি সেই সব ডালপালা সরিয়েই এগিয়ে গেলেন। হিমায়িত বরফ জলের মধ্যে দিয়ে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে বরফ ভাঙতে থাকে। তারপরই নজরে আসে একটি কালো কুকুর। বরফ জলে আটকে সে চিৎকার করছে। যুবকটি তার কাছে পৌঁছে কলো করে নিয়ে আসে।

ভাইরাল এই ভিডিয়ো বহু মানুষ দেখে ফেলেছেন। ইতিমধ্যেই এই ভিডিয়োটির ভিউ ৫০ হাজার ছাপিয়ে গিয়েছে। আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের প্রত্যেকেই যুবকের প্রশংসায় পঞ্চমুখ। সবাই তাঁকে ‘হিরো’ আখ্যা দিয়েছেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: Viral Video: নাক টানা নোলকে ঢাকা মুখ, ঢুকছে না ফুচকা! সরিয়ে দিয়ে কৃতিত্বের দাবি বরের

আরও পড়ুন: Viral Video: বাজির শব্দে ভীত পথকুকুরে কান ঢাকল একরত্তি, নেটাগরিকদের মন জিতে নিল এই ভিডিয়ো!

আরও পড়ুন: Viral Video: ১৩০০০ ফুট উচ্চতায় কাঁচা বাদাম গানে ভাংরা, দুই ব্যক্তির এনার্জি লেভেল দেখে নেটিজেনদের বাহবা!