AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brain Teaser: এই ছবিতে মহিলার মুখ দেখতে পেলে আপনার IQ লেভেল লাজবাব!

কী রয়েছে এই ছবিতে? যদি সত্যিই বলতে হয়, তাহলে এই ছবিতে দুটি গাছের ডাল রয়েছে। সেই গাছ দুটির শাখা-প্রশাখা রয়েছে সুবিস্তৃত। গাছ দুটি যেন একে অপরের দিকে সম্পৃক্ত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, ছবিতে দুটি গাছ ছাড়া আর কিছু নেই। কিন্তু সত্যিই কি তাই?

Brain Teaser: এই ছবিতে মহিলার মুখ দেখতে পেলে আপনার IQ লেভেল লাজবাব!
কোনও মহিলার মুখ দেখতে পেলেন কী!
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 12:12 AM
Share

চমৎকার একটি অপটিক্যাল ইলিউশন নিয়ে এসেছি আপনাদের জন্য। এটাকে নিজের জন্য ছোট্ট একটা টেস্ট হিসেবে ধরতে পারেন। না, তেমন সিরিয়াস কিছু নয়। নিছকই মজার ছলে পরীক্ষাটি আপনি করতে পারেন। কেন করবেন এই পরীক্ষা? আসলে এই অপটিক্যাল ইলিউশন টেস্ট আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নিতে পারবে। তার থেকেও বড় কথা হল, ছবির মধ্যে এমনই কিছু লুকিয়ে আছে, যা আপনি খুঁজে পেলে বুঝতে হবে আপনার IQ লেভেল লাজবাব।

এবার আসা যাক, ছবির বিষয়বস্তুতে। কী রয়েছে এই ছবিতে? যদি সত্যিই বলতে হয়, তাহলে এই ছবিতে দুটি গাছের ডাল রয়েছে। সেই গাছ দুটির শাখা-প্রশাখা রয়েছে সুবিস্তৃত। গাছ দুটি যেন একে অপরের দিকে সম্পৃক্ত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, ছবিতে দুটি গাছ ছাড়া আর কিছু নেই। কিন্তু সত্যিই কি তাই?

গাছের ডাল থেকে একটু মনোযোগ সরিয়ে একটা ছবি হিসেবে এটিকে দেখুন। ছবিটার ঠিক কেন্দ্রে একটু ফোকাস করুন। তাহলেই বুঝতে পারবেন, এখানে শুধুই দুটি গাছ নেই। বরং, সেই দুটি গাছের মধ্যে দিয়ে তৈরি হয়েছে একটি মহিলার মুখ।

বাঁ-দিক থেকে ছবিটাকে এবারে ভাল করে দেখুন। তাহলেই আপনি একজন মহিলার মুখ দেখতে পাবেন। তার চোখ, নাক, কান দৃশ্যমান হবে। ছবিতে মহিলার পিঠও আপনার নজরে আসবে এবং তখন গাছের ডালের পরিবর্তে তার চুল দেখা যাবে। এখনও পর্যন্ত খুব কম লোকই এই ধাঁধার সমাধান করতে পেরেছে। আপনি যদি 7 সেকেন্ডের মধ্যে এই ছবিতে একজন মহিলাকে খুঁজে পান, তবে আপনার আশ্চর্যজনক আইকিউ রয়েছে।