Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Optical Illusion: ভাবের জগতে থাকেন নাকি সবকিছু যুক্তি দিয়ে গ্রহণ করেন, এই ছবিটাই বলে দেবে

Personality Test Optical Illusion: আপনি সৃজনশীল ব্যক্তি নাকি সবকিছু যুক্তি দিয়ে গ্রহণ করেন, বলে দিতে পারে এই ছবিটি। তবে তার জন্য ছবিটা খুব ভাল করে দেখতে হবে। ছবিতে দুটি প্রাণী রয়েছে, তার একটি হাঁস এবং অপরটি কাঠবেড়ালি। এদের মধ্যে আপনার নজরে কোনটা এল?

Optical Illusion: ভাবের জগতে থাকেন নাকি সবকিছু যুক্তি দিয়ে গ্রহণ করেন, এই ছবিটাই বলে দেবে
কী দেখলেন ছবিতে?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 12:56 PM

Personality Test:অপটিক্যাল ইলিউশনগুলি এখন আর শুধুই গেম নয়। কেমন মানুষ আপনি, আপনার ব্যক্তিত্ব কেমন, কেমনই বা আপনার প্রেমজীবন— আপনার সম্পর্কে এমনই জরুরি বিষয়গুলি বুঝতে সাহায্য করে অপটিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা। আজ আমরা এমনই একটা অপটিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছি, যা আপনার সম্পর্কে একাধিক জটিল বিষয় বুঝতে সাহায্য করবে। এই ছবিতে আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন, তার মাধ্যমে জানতে পারবেন আপনি ভাবের জগতের মানুষ নাকি সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক, কী রয়েছে এই ছবিতে।

কী দেখতে পেলেন এই ছবিতে?

এই ছবিটি দেখার পর আপনার মাথায় অনেক কিছু ঘোরাফেরা করতে পারে। ছবিটি আপনাকে খানিক বিভ্রান্তও করতে পারে। যদিও আমরা বিশ্বাস করি যে, ছবিটি দেখার পর আপনি সঠিক বিষয়টি ধরতে পারবেন। আর আপনার প্রথম দর্শনের উপরেই নির্ভর করবে, আপনি সৃজনশীল ব্যক্তি নাকি সবকিছু যুক্তি দিয়ে গ্রহণ করেন। তবে তার জন্য ছবিটা খুব ভাল করে দেখতে হবে। ছবিতে দুটি প্রাণী রয়েছে, তার একটি হাঁস এবং অপরটি কাঠবেড়ালি। এদের মধ্যে আপনার নজরে কোনটা এল?

প্রথমে যদি হাঁস নজরে আসে

এই ছবিতে প্রথমে যাঁরা হাঁসটিকে দেখতে পাচ্ছেন, তাঁদের মস্তিষ্কের ডানদিক বেশি সক্রিয়। আপনার অধিকাংশ কাজ, অধিকাংশ সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করে আপনার মস্তিষ্কের ডান গোলার্ধ। এর অর্থ হল, আপনি বিভিন্ন বিষয়ে প্রতিভাবান এবং সৃজনশীলতা আপনার সবথেকে বড় শক্তি। তাই আপনার এমন কোনও ফিল্ডে কাজ করা উচিত, যা সৃজনশীল। সেখানেই আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। আপনি সবসময় আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করেন। তাছাড়াও আপনার মধ্যে একটি প্রাণবন্ত এবং রঙিন ব্যক্তিত্ব রয়েছে। যদিও ভাবের জগতে থাকার জন্য যে কোনও জিনিসে তড়িঘড়ি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে বেগ পেতে হয়।

প্রথমে যদি কাঠবেড়ালি নজরে আসে

এই ছবিটি দেখার পর প্রথমে যদি কেই একটি কাঠবেড়ালি দেখেন, তাহলে বুঝতে হবে তাঁর মস্তিষ্কের বাম দিক বেশি সক্রিয়। যুক্তি এবং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা দিয়ে আপনি জীবন জয় করতে বদ্ধপরিকর। আপনার জন্য এমন চাকরিই যথাযথ হবে, যেখানে আপনি আপনার জ্ঞান খুব ভাল ভাবে কাজে লাগাতে পারেন। যদিও আপনি আবার সৃজনশীলতার দিক থেকে একটু কাঁচা। আপনি স্পষ্টবক্তা এবং বড় মনের জন্য খুব সহজেই লোকজন আপনার প্রতি আকৃষ্ট হন। ভাল, কোয়ালিটি আলোচনা হয়, এমন আড্ডা আপনি পছন্দ করেন।