বড় সিদ্ধান্তটা নিয়েই ফেললেন অনিকেত মাহাতো, বললেন ‘বেদনাদায়ক…’

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 02, 2026 | 11:31 AM

তাতেই শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসক অনিকেত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফর্ন্ট্রের বোর্ড অফ ট্রাস্টি থেকে পদত্যাগ করেছেন অনিকেত মাহাতো। সূত্রের খবর, WBJDF-এর এগজিকিউটিভ কমিটি গড়া নিয়ে মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত অনিকেতের।

ট্রাস্ট ও কমিটির মধ্যে দায়িত্ব বণ্টন নিয়েই বিরোধের শুরু। আইনি পরামর্শ না মেনে কমিটি তৈরির অভিযোগ তুলেছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই কারণেই বোর্ড অফ ট্রাস্টির সভাপতি হিসাবে নতুন যে বোর্ড তৈরি হচ্ছে সেখানে থাকা সদস্যদের সঙ্গে অনিকেতের মতবিরোধ প্রকাশ্যে চলে আসে।

তাতেই শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসক অনিকেত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফর্ন্ট্রের বোর্ড অফ ট্রাস্টি থেকে পদত্যাগ করেছেন অনিকেত মাহাতো। সূত্রের খবর, WBJDF-এর এগজিকিউটিভ কমিটি গড়া নিয়ে মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত অনিকেতের।