Ab Meri Baari: TATA Ace Pro কিনতে লোন নিলে কত টাকা শোধ করতে হবে? জানালেন শ্রীরাম ফাইন্যান্সের জোনাল হেড সুজয় ভদ্র

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jul 29, 2025 | 1:35 PM

Ab Meri Baari: Tata Ace Pro বাজারে লঞ্চ করা নিয়েই শুরু হয়েছিল এই ক্যাম্পেন। যদিও সংস্থার দাবি এটি কেবল গাড়ি নয় ভারতের তৃণমূল স্তরের উদ্যোক্তাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।

#AbMeriBaari। TATA Motors এবং TV9 Network-এর যৌথ উদ্যোগে শুরু হওয়া এই নতুন ক্যাম্পেন এসে পৌঁছেছে কল্লোলিনী কলকাতায়। Tata Ace Pro বাজারে লঞ্চ করা নিয়েই শুরু হয়েছিল এই ক্যাম্পেন। যদিও সংস্থার দাবি এটি কেবল গাড়ি নয় ভারতের তৃণমূল স্তরের উদ্যোক্তাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।

এই দিন কলকাতায় TATA Ace Pro লঞ্চ অনুষ্ঠানে ছিলেন শ্রীরাম ফাইন্যান্সের জোনাল হেড সুজয় ভদ্র। সুজয়বাবু বলেন, “আজকে যে নতুন গাড়িটি লঞ্চ হল এখানে, TATA Ace Pro, এটা Ace একটু ছোট সংস্করণ। এই গাড়িতে রয়েছে অ্যাডভান্সড প্রোটেকশন সিস্টেম এবং অনেকটা মাল একসঙ্গে বহন করার ক্ষমতা। সাধারণত ছোট সেগমেন্টের লোকেদের আমরা বেশি হেল্প করি এবং আমাদের কোম্পানিও এই ধরনের লোকের সঙ্গে বেশি পরিমাণে যুক্ত। যদি কেউ লোনের আবেদন করেন, আমরা খুব সাধারণ কিছু ডকুমেন্ট দেখে নিয়ে এবং সেই ব্যক্তির অভিসন্ধি বুঝে লোন মঞ্জুর করে দিই।

তিনি আরও বলেন, “আমরা গ্রীন ফাইন্যান্সের মাধ্যমে এই কাজটা করছি। ৫-১০ বছরের জন্য সাড়ে আট থেকে নয় লক্ষ টাকা মতো মোট ইনস্টলমেন্ট দিলেই হবে। গাড়ির অন রোড প্রাইসের ওপরে আমরা প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত লোন প্রদান করে থাকি।”

Published on: Jul 29, 2025 01:35 PM