AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ভয়ঙ্কর! ঘরে একা রয়েছেন মহিলা, অথচ বারবার ক্যামেরায় ধরা দিচ্ছে কার ছায়ামূর্তি?

Viral Video: ঘরে একাই রয়েছেন মহিলা। অথচ বারবার ক্যামেরায় ধরা দিচ্ছে একটা অবয়ব। কে সে?

Viral Video: ভয়ঙ্কর! ঘরে একা রয়েছেন মহিলা, অথচ বারবার ক্যামেরায় ধরা দিচ্ছে কার ছায়ামূর্তি?
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Mar 08, 2022 | 8:59 PM
Share

আজব ভিডিয়ো ভাইরাল (Viral Video) হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার থেকে ভাল মাধ্যম বর্তমানে আর কিছুই নেই। মাঝে মাঝেই নেট মাধ্যমে এমন সমস্ত ভিডিয়ো ভাইরাল (Ghost Video) হয়, যা দেখে চমকে উঠতে হয়। সম্প্রতি তেমনটাই হয়েছে। এক টিকটক (TikTok) ইউজারের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘরের মধ্যে একাই বসে রয়েছেন এক মহিলা। মোবাইল ফোনের ক্যামেরা অন করে নিজেকে দেখিয়েওছেন তিনি। কিন্তু যতবারই ক্যামেরা ঘরে রাখা টেলিভিশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে যে মহিলার পাশে কেউ একজন বসে রয়েছেন। এমন দৃশ্য দেখলে শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোতই নামার কথা। ভয়ে শিউরে উঠেছেন নেটিজ়েনদের অনেকেই। তাঁদের সকলেরই প্রশ্ন এমনটা কীভাবে সম্ভব? তাহলে কী…

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

এই ভিডিয়োতে মহিলার পাশে ওই অবয়ব মানুষের নাকি ভূতের তা স্পষ্ট নয়। তবে দুর্বল চিত্তের নেটিজ়েনরা বলছেন নির্ঘাত ওই বাড়িতে অস্বাভাবিক কিছু রয়েছে। নাহলে এটা কীভাবে সম্ভব। @wonderwoman11 নামে টিকটকে প্রোফাইল রয়েছে এসমেরাল্ডা নামে এক ইউজারের। ওই মহিলার বাড়িতেই ঘটেছে এমন আজব কাণ্ড। যতবারই মহিলা ঘরের মধ্যে ফোনের ক্যামেরা ঘুরিয়েছেন, দেখা গিয়েছে তিনি একাই রয়েছেন। কিন্তু যেই না ফোনের ক্যামেরা টিভির দিকে রাখা হয়েছে, তখনই স্ক্রিনে ধরা দিচ্ছেন আরও একজন। কে তিনি? কীভাবেই বা এলেন সেখানে? এটা সত্যিই ভূতের কাণ্ড নাকি ওই মহিলার কোনও জারিজুরি রয়েছে, এই প্রশ্নই এখন ঘুরছে নেটিজ়েনদের মনে। কারণ ওই মহিলা যেখানে বসে রয়েছেন তার ডানে বায়ে ফোনের ক্যামেরা ঘুরিয়ে স্পষ্টভাবে তিনি দেখিয়েছেন যে ঘরে কেউ নেই। অথচ বন্ধ থাকা টিভির দিকে ক্যামেরা রাখলেই দেখা যাচ্ছে সোফায় মহিলার পাশে বসে রয়েছে একটি অবয়ব।

ইউটিউবে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ওই তরুণী ঘরের আজব কাণ্ডকারখানা দেখে চমকে গিয়েছেন নেটিজ়েনরা। অনেকে অবশ্য বলেছেন যে মহিলা নিশ্চয় কোনও কারসাজি করেছেন। তবে অনেকে আবার এও বলেছেন যে সত্যিই যদি ওই বাড়িতে এমন ভুতুড়ে ঘটনা ঘটে থাকে, তাহলে অবিলম্বে বাড়ি ছেড়ে মহিলার পালানো উচিত। কারণ এটা কোনও ভূতের সিনেমার দৃশ্য নয় যে শেষে নায়িকা উদ্ধার পেয়ে যাবেন। ভাইরাল ভিডিয়োতে মহিলার পাশে বসা অবয়বটি আসলে কার সেই রহস্যের উন্মোচন না হলেও এই ভিডিয়ো নিয়ে বেশ হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজ়েনদের মনে ভিড় করেছে হাজার প্রশ্ন। তাহলে কী সত্যিই ভূত বলে কিছু রয়েছে? এই ভিডিয়োতে তারই দর্শন পাওয়া গিয়েছে? উত্তর খুঁজছে নেট দুনিয়া।

আরও পড়ুন- Viral Video: ‘বচপন কা প্যায়র’ খ্যাত সহদেব নাচল নোরা ফতেহির ‘ড্যান্স মেরি রানি’- র ছন্দে, ভাইরাল ভিডিয়ো