Srivalli Dance Viral Video: শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের হুক স্টেপ কপি করার কিউট কায়দা একরত্তির, মন জিতে নিল নেটিজেনদের!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 07, 2022 | 10:48 PM

ইনস্টাগ্রাম খুললেই শ্রীবল্লী গানের রিলসের ছড়াছড়ি। ব্যাকগ্রাউন্ডে গানটি বাজিয়ে নজর কাড়ার যতরকম আদপকায়দা থাকতে পারে, তার সবরকমই চেষ্টা করে যাচ্ছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার পুরো ঝেঁপে দিচ্ছেন আল্লু অর্জুনকে। ঠিক যেমনটা করল এই একরত্তি। শ্রীবল্লী গানে তার কায়াদ দেখলে অবাক হবেন।

Follow Us

পুষ্পা (Pushpa) ছবির ডায়লগ সবার মুখে-মুখে ঘোরাফেরা করছে। আর কানের পাশে বেজেই চলেছে ছবির শ্রীবল্লী (Srivally) গানটি। আর তার থেকেও বেশি মাতামাতি হচ্ছে, এই গানে শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের (Allu Arjun) হুক স্টেপ নিয়ে। ইনস্টাগ্রাম খুললেই শ্রীবল্লী গানের রিলসের ছড়াছড়ি। ব্যাকগ্রাউন্ডে গানটি বাজিয়ে নজর কাড়ার যতরকম আদপকায়দা থাকতে পারে, তার সবরকমই চেষ্টা করে যাচ্ছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার পুরো ঝেঁপে দিচ্ছেন আল্লু অর্জুনকে। ঠিক যেমনটা করল এই একরত্তি। শ্রীবল্লী গানে তার কায়াদ দেখলে অবাক হবেন।


ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ফেসবুকে। শুভদ্বীপ কান্টাল বলে একজন এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়ো চলতেই দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে টিভিতে শ্রীবল্লী গানটি বাজছে আর সেই ছোট্ট ছেলেটা তাতে নাচছে। আল্লু অর্জুনের স্লাইডিং হুক স্টেপ, যা ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছে, কচি ছেলেটা তা কপি করার চেষ্টা করছে। ক্যামেরা অন করে বাড়িতে অনেকেই হয়তো এই নাচটি হুবহু তোলার চেষ্টা করছেন। আপনাদের কেমন হচ্ছে তা আমরা বলতে পারব না, তবে এই বাচ্চাটি কিন্তু হুবহু নামিয়ে দিয়েছে।

এই ভিডিয়োটি এখনও পর্যন্ত ৫৫১,০০০ বার দেখা হয়েছে। রিঅ্যাক্টও করেছেন বহু মানুষ। অনেকেই বুঝতে পেরেছেন যে, এই বাচ্চাটি এতটাই কিউট যে, তাকে হ্যান্ডেল করাটা সমস্যার হতে পারে। কমেন্ট সেকশনে সে কথাও বলেছেন অনেকে। কেউ কেউ আবার ছোট্ট ছেলের জোশ দেখে হার্ট ইমোটিকনস দিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, শ্রীবল্লী গানটি সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ, লিখেছেন চন্দ্রবোস। ইউটিউবে এই গানের ভিউ এখনও পর্যন্ত ১৫৯ মিলিয়নেরও বেশি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: Viral Video: “বাবা কিছু খায় না, শুধু কাজ আর কাজ, আমার খুব টেনশন হয়”, ছোট্ট মেয়ের কান্নায় নেটাগরিকদের মন খারাপ!

আরও পড়ুন: Viral Video: বরফাবৃত লেকে আটকে সারমেয়! কনকনে ঠান্ডায় জামাকাপড় খুলেই উদ্ধার করে নিয়ে এলেন এই যুবক

আরও পড়ুন: Viral Video: নাক টানা নোলকে ঢাকা কনের মুখ, ঢুকছে না ফুচকা! সরিয়ে দিয়ে কৃতিত্বের দাবি বরের

পুষ্পা (Pushpa) ছবির ডায়লগ সবার মুখে-মুখে ঘোরাফেরা করছে। আর কানের পাশে বেজেই চলেছে ছবির শ্রীবল্লী (Srivally) গানটি। আর তার থেকেও বেশি মাতামাতি হচ্ছে, এই গানে শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের (Allu Arjun) হুক স্টেপ নিয়ে। ইনস্টাগ্রাম খুললেই শ্রীবল্লী গানের রিলসের ছড়াছড়ি। ব্যাকগ্রাউন্ডে গানটি বাজিয়ে নজর কাড়ার যতরকম আদপকায়দা থাকতে পারে, তার সবরকমই চেষ্টা করে যাচ্ছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার পুরো ঝেঁপে দিচ্ছেন আল্লু অর্জুনকে। ঠিক যেমনটা করল এই একরত্তি। শ্রীবল্লী গানে তার কায়াদ দেখলে অবাক হবেন।


ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ফেসবুকে। শুভদ্বীপ কান্টাল বলে একজন এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়ো চলতেই দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে টিভিতে শ্রীবল্লী গানটি বাজছে আর সেই ছোট্ট ছেলেটা তাতে নাচছে। আল্লু অর্জুনের স্লাইডিং হুক স্টেপ, যা ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছে, কচি ছেলেটা তা কপি করার চেষ্টা করছে। ক্যামেরা অন করে বাড়িতে অনেকেই হয়তো এই নাচটি হুবহু তোলার চেষ্টা করছেন। আপনাদের কেমন হচ্ছে তা আমরা বলতে পারব না, তবে এই বাচ্চাটি কিন্তু হুবহু নামিয়ে দিয়েছে।

এই ভিডিয়োটি এখনও পর্যন্ত ৫৫১,০০০ বার দেখা হয়েছে। রিঅ্যাক্টও করেছেন বহু মানুষ। অনেকেই বুঝতে পেরেছেন যে, এই বাচ্চাটি এতটাই কিউট যে, তাকে হ্যান্ডেল করাটা সমস্যার হতে পারে। কমেন্ট সেকশনে সে কথাও বলেছেন অনেকে। কেউ কেউ আবার ছোট্ট ছেলের জোশ দেখে হার্ট ইমোটিকনস দিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, শ্রীবল্লী গানটি সুর দিয়েছেন দেবী শ্রী প্রসাদ, লিখেছেন চন্দ্রবোস। ইউটিউবে এই গানের ভিউ এখনও পর্যন্ত ১৫৯ মিলিয়নেরও বেশি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: Viral Video: “বাবা কিছু খায় না, শুধু কাজ আর কাজ, আমার খুব টেনশন হয়”, ছোট্ট মেয়ের কান্নায় নেটাগরিকদের মন খারাপ!

আরও পড়ুন: Viral Video: বরফাবৃত লেকে আটকে সারমেয়! কনকনে ঠান্ডায় জামাকাপড় খুলেই উদ্ধার করে নিয়ে এলেন এই যুবক

আরও পড়ুন: Viral Video: নাক টানা নোলকে ঢাকা কনের মুখ, ঢুকছে না ফুচকা! সরিয়ে দিয়ে কৃতিত্বের দাবি বরের

Next Article