Viral Video: ‘বিনা নিমন্ত্রণে’ বিয়েবাড়িতে ঢুকল ষাঁড়, তারপর শুধুই দৌড় আর দৌড়….

Apr 07, 2023 | 12:12 PM

Latest Viral Video: অনেক ধরনের বিয়ের ভিডিয়োই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারমধ্যে কিছু ভিডিয়ো থাকে, যা দেখলে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। তবে এই ভিডিয়োটি অন্য সব ভিডিয়োর থেকে বেশ আলাদা।

Viral Video: বিনা নিমন্ত্রণে বিয়েবাড়িতে ঢুকল ষাঁড়, তারপর শুধুই দৌড় আর দৌড়....

Follow Us

Latest Viral Video: রাস্তায় একটি ষাঁড়কে ছুটতে দেখলে এমনতেই অনেক মানুষের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। আর একবার ভাবুন তো, আপনি সেজে গুজে পরিপাটি হয়ে একটি বিয়েবাড়িতে গেলেন, আর আপনাকে সেই অবস্থায় একটি ষাঁড় তাড়া করল। ব্যাপারটা কেমন হবে? অবিশ্বাস্য কিছু নয়। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়ে একটি ষাঁড় (Bull)। আর তারপরে যা কাণ্ড ঘটায় তা দেখলে আপনি চমকে উঠবেন। অনেক ধরনের বিয়ের ভিডিয়োই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। তারমধ্যে কিছু ভিডিয়ো (Video) থাকে, যা দেখলে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। তবে এই ভিডিয়োটি অন্য সব ভিডিয়োর থেকে বেশ আলাদা।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনের। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি খোলা জায়গায় বিয়ের অনুষ্ঠান চলছে। যদিও চারিদিকে ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু তাতেও হঠাৎই সেখানে বিনা নিমন্ত্রণে ঢুকে পড়ে একটি ষাঁড়। আর তারপরে তাকে দেখে সেখানে উপস্থিত মানুষজন হাতে লাঠি নিয়ে তাড়ানোর চেষ্টা করে। আর তাতেই সে বেজায় খেপে যায়। খাবার চেয়ার-টেবিল থেকে শুরু করে সব জিনিস উল্টে দিতে থাকে। শুধু তাই নয়, তচনচও শুরু করে। আর সেখানের কেউ এই পুরো ঘটনাটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

ভাইরাল হওয়া ভিডিয়োটি @wedus.in নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যা এখন পর্যন্ত হাজার হাজার মানুষ দেখেছে। আর অনযদিকে শত শত মানুষ এটি লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “নিমন্ত্রণ করা হয়নি তো কী হয়েছে, ষাঁড়টিও এসেছে অনুষ্ঠানে খাবার খেতে।”

Next Article