চলন্ত স্কুটিতে প্রেমিকের কোলে চাদর জড়িয়ে বসে ‘রোম্যান্স’ প্রেমিকার, ক্ষেপে গেল নেট জনতা

Jan 16, 2024 | 6:00 PM

Viral Video: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @bandrabuzz আইডি নামের থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। মাত্র 10 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত কয়েক হাজার ভিউ হয়েছে। ইতিমধ্যেই প্রচুর মানুষ এতে কমেন্ট করেছেন।

চলন্ত স্কুটিতে প্রেমিকের কোলে চাদর জড়িয়ে বসে রোম্যান্স প্রেমিকার, ক্ষেপে গেল নেট জনতা

Follow Us

রাস্তা দিয়ে তুমুল বেগে চলছে একটি স্কুটার। কিন্তু এ কী! এক যুবক স্কুটার চালাচ্ছে। আর তার দিকে মুখ করে বসে রয়েছে এক যুবতী। দু’জনে একটিই চাদর জড়িয়ে। এমনই এক যুগলকে দেখা গেল মুম্বাইয়ের রাস্তায়। এতদিন মেট্রোর একের পর এক ভিডিয়ো সামনে আসছিল। মেট্রোতে রোম্যান্স করা যেন এখন সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। আর তারই অনেক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার এক দম্পতির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তা দেখে অধিকাংশ নেটিজেন ক্ষিপ্ত। ঠিক কী দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, চলন্ত স্কুটারে রোম্যান্স করছে এক যুগল। ছেলেটি স্কুটার চালাচ্ছে আর মেয়েটি তার কোলে বসে আছে। এই সময়, তারা উভয়ই একটি শাল পরে রয়েছে। দুজনেই ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছেন। এমনকী দু’জনের কেউই হেলমেট পরে ছিল না। এমতাবস্থায় রাস্তা দিয়ে যাওয়া অন্য এক ব্যক্তি এই ভিডিয়োটি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর মুম্বাই পুলিশকে ট্য়াগ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @bandrabuzz আইডি নামের থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। মাত্র 10 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত কয়েক হাজার ভিউ হয়েছে। ইতিমধ্যেই প্রচুর মানুষ এতে কমেন্ট করেছেন। এক ব্যক্তি বলেছেন, “এদের জন্যই রাস্তার অন্য মানুষ বিপদে পড়ে।” আরও একজন কমেন্টে লিখেছেন, “ভাইরাল হওয়ার জন্য মানুষ আর কী কী করবে। এসব কাজ করলে ভাইরাল হওয়া যায় ঠিকই। কিন্তু সেই সঙ্গে নিজেদের বিপদও ডেকে আনে এরা।”

Next Article