Viral Video: এমন স্টান্ট আগে দেখেননি, বাইক নিয়ে উড়ছেন এই যুবক! রোমহর্ষক ভিডিয়ো
Latest Viral Video: ভিডিয়োটি দেখার পর আপনি চোখের পলক ফেলতে পারবেন না। ধুম-3-এর আমির খানকেও নিমেষে হার মানিয়ে দিতে পারে এই যুবক। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
Viral Video Today: সোশ্য়াল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। আবার এমনও অনেক ভিডিয়ো থাকে, যা তাক লাগিয়ে দেয়। আপনি নিশ্চয়ই অনেক বিপজ্জনক সব স্টান্টের ভিডিয়ো আগে দেখেছেন। তার তাতে ঘটা দুর্ঘটনাগুলিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো সামনে এসেছে, যা দেখলে আপনি শিউড়ে উঠবেন। আবার মনে হতে পারে, আবার কোনও বিরাট দুর্ঘটনা ঘটেছে। কিন্তু না, এক যুবক বাইক নিয়ে এমনভাবে স্টান্ট করছে, যা দেখলে আপনি চমকে উঠবেন। বাইক স্টান্টের এই ভিডিয়ো ইন্সটাগ্রামে বেশ ভাইরাল হচ্ছে। ভিডিয়োটি দেখার পর আপনি চোখের পলক ফেলতে পারবেন না। ধুম-3-এর আমির খানকেও নিমেষে হার মানিয়ে দিতে পারে এই যুবক। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক রাস্তায় বাইকটি নিয়ে বিভিন্ন স্টান্ট দেখাচ্ছে। কখনও বাইকটিকে অনেক উপরে তুলে দিচ্ছে। আবার কখনও এক চাকার উপর ভর করে রাস্তা দিয়ে যাচ্ছেন। একদম সোজা করে সামনের চাকা উপরের দিকে তুলে দিচ্ছেন। প্রতি মুহূর্তে আপানর মনে হবে বিরাট কোনও বিপদ ঘটল বুঝি। কিন্তু না, তেমন কিছুই হবে না। অবশেষে আপনি হতবাক হবেন এই যুবকের স্টান্ট দেখে।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ‘raider__zone__’ নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টো করেছেন। কেউ বলেছেন, “এক মুহূর্তের জন্যও চোখের পলক ফেলতে পারিনি।” আরও এক ব্যক্তি কমেন্ট করে লিখেছেন, “আমি তো বাইকটা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছি। এর জন্য বহুদিনের অধ্যবশায় প্রয়োজন।”