Viral Video: খেলনা স্কুটারে চেপে চোখধাঁধানো স্টান্ট ছোট্ট ইঁদুরের, হাসতে হাসতে পেটে খিল

Latest Viral Video: এই ভিডিয়োটি X-এ @AMAZlNGNATURE নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। পোস্ট করার পর থেকে এখনও পর্যন্ত 20 লাখের বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন এবং কমেন্ট করে তাদের মতামত জানাচ্ছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।

Viral Video: খেলনা স্কুটারে চেপে চোখধাঁধানো স্টান্ট ছোট্ট ইঁদুরের, হাসতে হাসতে পেটে খিল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 7:38 PM

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে মন খারাপ থাকলেও ভাল হতে বাধ্য। আবারও এমনও ভিডিয়ো দেখেছেন নিশ্চয়ই, যেখানে মানুষ বিপজ্জনক জায়গায় স্টান্ট করছে। কিন্তু কখনও কোনও ইঁদুরকে স্কুটার চালাতে দেখেছেন? শুনেই চমকে উঠলেন নিশ্চয়ই? আদতেই এমনটা হয়েছে। শুধুই চালানো বললে ভুল বলা হবে, এমনকি ছোট্ট ইঁদুরটি আবার স্কুটার নিয়ে স্টান্টও করছে। কখনও কখনও কিছু ভিডিয়ো দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। কিন্তু এবার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা দেখে আপনার হাসি থামতে চাইবে না। ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ইঁদুর তারই সাইজের একটি স্কুটার চালাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে, সে যেন স্কুটার চালাতে পারদর্শী। স্কুটারটিকে নিয়ে একদিক থেকে অন্য দিকে দুবার ঘুরে নিল। তারপরে হুস করে চালিয়ে নিয়ে চলে গেল। আর সেই ভিডিয়ো দেখে হাসি থামাতে পারেননি নেটিজ়েনরা। ছোট ইঁদুর খেলনা স্কুটারে চড়ে আনন্দে স্টান্ট করতে দেখে আপনিও হতবাক হবেন। স্টান্টের সময় তার স্টাইল দেখে মনে হবে, যেন সে পেশাদার স্টান্টম্যান! তবে আপনি যদি ভিডিয়োটি মন দিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন ইঁদুরটি নিজে স্কুটার চালাচ্ছে না বরং কেউ এটিকে রিমোট কন্ট্রোল করছে। অর্থাৎ দেখে মনে হচ্ছে যেন সে-ই চালাচ্ছে।

এই ভিডিয়োটি X-এ @AMAZlNGNATURE নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। পোস্ট করার পর থেকে এখনও পর্যন্ত 20 লাখের বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন এবং কমেন্ট করে তাদের মতামত জানাচ্ছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “অসম্ভব সুন্দর লাগছে ভিডিয়োটি দেখতে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “আমি ইঁদুরটিকে দেখে হাসি থামাতে পারছি না।”