Viral Video: কখনও দেখেছেন সাপের ছোবলের পর বিষ শরীরের ভিতরে গিয়ে কী করে? ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল
Latest Viral Video: এই ক্লিপটি (@cooltechtipz) নামের একটি অ্যাকাউন্ট থেকে X-এ পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা- "সাপের বিষ রক্তে প্রবেশ করলে কী হয়।" মাত্র 41 সেকেন্ডের ভিডিয়োতে আপনি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবার প্রশ্ন হল কী দেখানো হচ্ছে এই ভিডিয়োয়?
সাপের বিষ নিয়ে গবেষণা প্রাচীন যুগ থেকে চলে আসছে। কোন সাপের বিষে মানুষের শরীরে কী প্রভাব ফেলে, তা নিয়ে বিজ্ঞানীরা অনেক ধরনেরই পরীক্ষা নিরীক্ষা করেন। সারা বিশ্বে অনেক প্রজাতির সাপ পাওয়া যায়। তাদের মধ্যে কিছু এতটাই বিষাক্ত যে শুধুমাত্র একটি আক্রমণের ফলে মৃত্যু হতে পারে। কিন্তু বিষাক্ত সাপের বিষ শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে রক্তে কী প্রভাব ফেলে, তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনেকটাই কম। তবে এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, সাপের বিষ মানুষের শরীরে প্রবেশের সঙ্গে সঙ্গে রক্তের অবস্থা কী হয়। রক্তে বিষ ঢুকে পড়লে কী হয় তা একটি পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে।
এই ক্লিপটি (@cooltechtipz) নামের একটি অ্যাকাউন্ট থেকে X-এ পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা- “সাপের বিষ রক্তে প্রবেশ করলে কী হয়।” মাত্র 41 সেকেন্ডের ভিডিয়োতে আপনি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবার প্রশ্ন হল কী দেখানো হচ্ছে এই ভিডিয়োয়?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাপের শরীর থেকে বিষ বের করা হয়েছে। এ জন্য সাপটিকে ধরে একটি পাত্রে দাঁত বসানো হয়। ধারালো দাঁতের মাঝখানে সাপ বিষ জমা করে রাখে। আর কামড়ের পরে তা থেকেই বিষ নির্গত গয়। সেই পাত্রে বিষ ভরে গেলে মানুষের রক্তে এর পরীক্ষা শুরু হয়। একটি সিরিঞ্জের সাহায্যে এই বিষ মানুষের রক্তে মিশিয়ে দেন বিজ্ঞানীরা। বিষ মেশানো মাত্রই রক্ত জমে গেল।
এর থেকে বোঝাই যাচ্ছে, সাপ যখন মানুষকে কামড়ায় তখন মানুষের শরীরে রক্ত জমাট বেঁধে যায়, যার ফলে মৃত্যু হয়। তারপর বিষটি একটি সিরিঞ্জে নিয়ে একটি ট্রেতে রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যে রক্ত জমাট বাঁধে। এটা দেখলেই বুঝবেন কেন সাপের কারণে মানুষ মারা যায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিষ দেওয়ার আগে রক্ত তরল অবস্থায় ছিল। কিন্তু ভিতরে বিষ পাওয়া মাত্রই, কিছুক্ষণের মধ্যেই এই রক্ত জমাট বেঁধে গেল।