ছোট্ট বক্সের মধ্যে দুই বিড়ালের রোম্যান্স, মন ভাল করে দেবে এই কিউট ভিডিয়ো

Jan 05, 2024 | 5:02 PM

Latest Viral Video: আপনার চোখ প্রথমেই যেদিকে যাবে, তা হল দুটি ছোট্ট বিড়ালকে একটি বাক্সে রাখা হয়েছে। ভিডিয়োটি দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্য়ক্তি কমেন্টে বলেছেন, "ওদের দু'জনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে।" আরও এক ব্যক্তি কমেন্টে মজা করে লিখেছেন, "আমিও এভাবে ভালবেসে ঘুমিয়ে থাকতে চাই। কিন্তু আমার এমন কেউ নেই।"

ছোট্ট বক্সের মধ্যে দুই বিড়ালের রোম্যান্স, মন ভাল করে দেবে এই কিউট ভিডিয়ো

Follow Us

বাড়িতে পোষ্য থাকা মানেই সব সময় সবাইকে জমিয়ে রাখবে। আর তার অনেক ভিডিয়োও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মানুষও এই ধরনের ভিডিয়ো অনেক পছন্দ করে। সম্প্রতি এমনই একটি সুন্দর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োতে দুটি বিড়াল একে অপরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। আর তা দেখে চোখ ফেরাতে পারছেন না অধিকাংশ নেটিজেন। এভাবে দুই বিড়ালের রোম্যান্স আপনি হয়তো খুব কমই দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুটি বিড়াল একটি ছোট বাক্সে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। তাদের দুজনের মধ্যে এই ভালবাসা দেখার মতো। কয়েক সেকেন্ডের জন্য একটি বিড়ালের ঘুম ভাঙতেই সে আবারও জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আর এই ভিডিয়োটি আপনি একাধিক বার দেখতে বাধ্য। এই ভিডিয়োটি @ShouldHaveCat নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে Instagram এ শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 7 মিলিয়ন ভিউ পেয়েছে। শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।


আপনার চোখ প্রথমেই যেদিকে যাবে, তা হল দুটি ছোট্ট বিড়ালকে একটি বাক্সে রাখা হয়েছে। ভিডিয়োটি দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্য়ক্তি কমেন্টে বলেছেন, “ওদের দু’জনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে।” আরও এক ব্যক্তি কমেন্টে মজা করে লিখেছেন, “আমিও এভাবে ভালবেসে ঘুমিয়ে থাকতে চাই। কিন্তু আমার এমন কেউ নেই।” এক ব্যক্তি লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে খুব কম কয়েকটি ভিডিয়ো থাকে, যা দেখে চোখ সরানো দায় হয়ে যায়। এটি তেমনই একটি ভিডিয়ো।”

Next Article