AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ১৩০০০ ফুট উচ্চতায় কাঁচা বাদাম গানে ভাংরা, দুই ব্যক্তির এনার্জি লেভেল দেখে নেটিজেনদের বাহবা!

Kacha Badam Song Bhangra: এবার কাঁচা বাদাম গানে ভাংরা নাচের ভিডিয়ো ভাইরাল হল। দেখেছেন নাকি সেই ভিডিয়ো?

Viral Video: ১৩০০০ ফুট উচ্চতায় কাঁচা বাদাম গানে ভাংরা, দুই ব্যক্তির এনার্জি লেভেল দেখে নেটিজেনদের বাহবা!
ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 9:31 PM
Share

বীরভূমের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান (Kacha Badam Song) নিয়ে চতুর্দিকে যা চলছে, সে আর বলার কথা নয়। অনেকে বলছেন, গানটা যেন কানে আটকে গিয়েছে। এদিকে নেটিজেনরা কাঁচা বাদাম গানে নেচেও চলেছেন নিরন্তর। ইনস্টাগ্রাম (Instagram Video) স্ক্রল করতে গিয়ে নিশ্চয়ই আপনাদের নজর এড়াচ্ছে না? কখনও তানজ়ানিয়ার কিলি পল তো কখনও আবার দক্ষিণ কোরিয়ার মা ও তার মেনে, ডান্সিং ড্যাডও কাঁচা বাদাম গানে নেচে ভিডিয়ো শেয়ার করেছিলেন। পর্তুগালের এক বাবাও তাঁর কন্যাসন্তানের সঙ্গে এই গানে নেচেছেন। এবার কাঁচা বাদাম গানে ভাংরা (Bhangra) নাচের ভিডিয়ো ভাইরাল হল। দেখেছেন নাকি সেই ভিডিয়ো?

View this post on Instagram

A post shared by Chandrasekhar Iyer (@wander_with_haran)

চন্দ্রশেখর আইয়ার নামে এক ব্যক্তি ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন। তাঁর সঙ্গে আর একজন যিনি নাচছেন, তাঁর নাম সতসিমরান। দুজনে পাহাড়ে ১৩০০০ ফুট উচ্চতা তেকে কাঁচা বাদাম গানে নেচে দেখালেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে চলছে কাঁচা বাদাম গানটি। আর সেই দুই ব্যক্তি মনের আনন্দে পাহাড়ের কোলে মনোরম ল্যান্ডস্কেপে ভাংরা নৃত্য প্রদর্শন করছেন।

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “সর্দার বন্ধু যখন কার্ডিও করতে চান, তখন নাচ ছাড়া স্বস্তি অনুভব করার আর কোনও উপায় থাকে না।” এই ভিডিয়োটিও ব্যাপক ভাইরাল হয়েছে। এর মধ্যেই প্রায় ৫ হাজারেও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়ো। বহু মানুষ কমেন্ট করেছেন। আর তাঁদের প্রায় সকলেই এই দুই ব্যক্তির এনার্জি লেভেল দেখে একপ্রকার অবাক হয়ে গিয়েছেন।

ভুবন বাদ্যকর এই মুহূর্তে যেন সত্যিই ভুবনখ্যাত। কাঁচা বাদাম গানের দৌলতে তিনি রাতারাতি নেটপাড়ার লোকজনের মনের গহীন কোণে জায়গা করে নিয়েছেন। প্রচারের আঙিনাতেও চলে এসেছেন। বাদাম বিক্রি করতেন, আর রোজই গাইতেন এই গান। কিন্তু গানটা যেই ভাইরাল হল, চিত্রটা যেন বদলে গেল এক লহমায়। ভুবনের একটি গানও বেরিয়েছে। এমনকি সেই গানের একটি মিউজিক ভিডিয়োও তৈরি হয়ে গিয়েছে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

আরও পড়ুন: Viral Video: জিপের বনেটে নাচতে-নাচতেই বরকে আনতে গেলেন কনে, ভোপালের তরুণীর এই ‘ভাবনা’কে নেটাগরিকদের কুর্নিশ

আরও পড়ুন: Viral Video: ৩ বছরের সন্তানকে হিংস্র ভাল্লুকের সামনে ফেলে দিল মা, উজবেকিস্তানের ঘটনায় শিউরে উঠছে বিশ্ব

আরও পড়ুন: Viral Video: ‘কাঁচা বাদাম’ গানে পর্তুগিজ বাবা-মেয়ের নাচ! ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিয়ো