Viral Video: জিপের বনেটে নাচতে-নাচতেই বরকে আনতে গেলেন কনে, ভোপালের তরুণীর এই ‘ভাবনা’কে নেটাগরিকদের কুর্নিশ

বর আনতে গেলেন কনে নিজেই, জিপের বনেটে বসে। ভোপালের রাজপথ ধরেই ছুটল সেই গাড়ি। আর বনেটে সেই কনে তখন দিব্যি নাচতে নাচতে বরকে আনতে যাচ্ছেন।

Viral Video: জিপের বনেটে নাচতে-নাচতেই বরকে আনতে গেলেন কনে, ভোপালের তরুণীর এই 'ভাবনা'কে নেটাগরিকদের কুর্নিশ
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 10:38 PM

বিয়ে (Wedding) মানে এতদিন আমরা জানতাম,বরযাত্রী আসে ধুমধাম করে, আর তার নেতৃত্বে থাকেন খোদ বর। বিয়ের পর্ব মিটিয়ে তারপরে তিনি নববধূকে নিয়ে যান বাড়িতে। কিন্তু ভোপালের (Bhopal) এক তরুণী যা কাণ্ড ঘটালেন, তাতে আমাদের সেই প্রচলিত ধারণা এক লহমায় ভেঙে চুরমার হয়ে যাবে। বর আনতে গেলেন কনে (Bride) নিজেই, জিপের বনেটে বসে। ভোপালের রাজপথ ধরেই ছুটল সেই গাড়ি। আর বনেটে সেই কনে তখন দিব্যি নাচতে নাচতে বরকে আনতে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ভোপালের বহু মানুষ এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন। এমনকি অনেক পথচারী এমন কাণ্ড দেখে হতবাক। জানা গিয়েছে, কনে ভোপালের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করেন। মধ্যপ্রদেশের বৈরাগড়ের বাসিন্দা তরুণীর নাম ভাবনা লালওয়ানি। কম্পিউটার নিয়ে পড়াশোনা করার পরে তথ্য ও প্রযুক্তি সংস্থায় চাকরি করতে ঢোকেন।

কনের বাড়ির একজন সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, বরের বাড়িতে ভাবনা নিজেই যেতে চেয়েছিল। এমনকি কনের বিয়ে করারও শর্ত এটাই ছিল বলে জানা গিয়েছে। মেয়ের বাবা সেই উদ্ভট দাবি মেনে নেয়, মেনে নেয় পাত্রপক্ষ। আর তারপরই বিয়ের দিন জিপের বনেটে বসে রীতিমতো নাচতে নাচতে বরকে আনতে চলে যান ভাবনা। সমাজে একটা বার্তা দিতেই এই পদক্ষেপ ভাবনা নিয়েছিলেন বলে তাঁর সেই আত্মীয় দাবি করেছেন।

বৈরাগড় থেকেই গাড়ি করে ভাবনা বরকে আনতে যান ভোপালের স্যান্ট হদরামনগরে। আর সেই কয়েক কিলোমিটার রাস্তাতেই কনের সঙ্গে নাচতে লাগেন বহু পথচারী। অবাক করা এই ঘটনা দেখে অনেকে আবার ফ্রেমবন্দিও করে রাখেন। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় ভিডিয়োটি। আর এমন ছক ভাঙা সিদ্ধান্তের জন্য নেটাগরিকরা ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন।

আরও পড়ুন: Viral Video: ৩ বছরের সন্তানকে হিংস্র ভাল্লুকের সামনে ফেলে দিল মা, উজবেকিস্তানের ঘটনায় শিউরে উঠছে বিশ্ব

আরও পড়ুন: Viral Video: ‘কাঁচা বাদাম’ গানে পর্তুগিজ বাবা-মেয়ের নাচ! ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: ঝোড়ো হাওয়ায় বেসামাল বিমান! পাইলটের দক্ষতায় শেষ মুহূর্তে দুর্ঘটনার হাত থেকে রক্ষা, দেখুন ভিডিয়ো