Viral Video: রাস্তার ধারে ঘুমোচ্ছিলেন ব্যক্তি, বিছানায় উঠে পড়ল সিংহী, তারপর… দেখুন হাড়হিম করা ভিডিয়ো

Viral Video: এক্স হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করে একজন লিখেছেন, 'ভাই, এটা কোন জায়গা? আর এই ব্যক্তি কে?' পোস্টটি কয়েক হাজার ব্যবহারকারী লাইক করেছেন। পোস্টটিতে কয়েকশো মন্তব্য করা হয়েছে। ভিডিয়োটি ৯ লক্ষের বেশি বার দেখা হয়েছে।

Viral Video: রাস্তার ধারে ঘুমোচ্ছিলেন ব্যক্তি, বিছানায় উঠে পড়ল সিংহী, তারপর... দেখুন হাড়হিম করা ভিডিয়ো
কী দেখা গেল ভাইরাল ভিডিয়োয়?Image Credit source: Social Media

Jun 09, 2025 | 5:34 PM

নয়াদিল্লি: কোনও খোলা জায়গায় সিংহের মুখোমুখি হলে কী করবেন? ভেবেই আঁতকে উঠবেন অনেকে। আর ঘুমন্ত অবস্থায় যদি সিংহ আপনার বিছানার সামনে চলে আসে? নির্ঘাৎ…আর ভাবতে পারছেন না তো? কিন্তু, বাস্তবে যদি দেখেন, ঘুমন্ত ব্যক্তির সামনে এসে শুঁকে চলে গেল সিংহী। কিছুই করল না ঘুমন্ত ব্যক্তির। ভাবছেন, এমন হয় নাকি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে রাস্তার ধারে ঘুমন্ত ব্যক্তিকে শুঁকে চলে যেতে দেখা যাচ্ছে এক সিংহীকে।

ভিডিয়োটি এক্স প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সিংহীটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রাস্তার ধারে এক ব্যক্তি ঘুমিয়ে রয়েছেন। ঘুমন্ত ব্যক্তির সামনে আসে সিংহী। পাশ দিয়ে চলে যায়। ফের একবার আসে। ঘুমন্ত ব্যক্তির বিছানায় উঠে পড়ে। তারপর ঘুমন্ত ব্যক্তিকে শুঁকে ফের চলে যায় সিংহীটি। সম্ভবত বেশ কয়েকটি ক্লিপ একসঙ্গে জুড়ে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। ক্লিপটি ভাল করে দেখলে দেখা যাবে, আশপাশের দোকানগুলির নাম হিন্দিতে লেখা।

এক্স হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করে একজন লিখেছেন, ‘ভাই, এটা কোন জায়গা? আর এই ব্যক্তি কে?’ পোস্টটি কয়েক হাজার ব্যবহারকারী লাইক করেছেন। পোস্টটিতে কয়েকশো মন্তব্য করা হয়েছে। ভিডিয়োটি ৯ লক্ষের বেশি বার দেখা হয়েছে।

তবে এই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করছে, ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। সরকারি কোনও প্রতিবেদনেও ভিডিয়োর সত্যতা নিয়ে কিছু বলা হয়নি।

কমেন্ট সেকশনে অবশ্য অনেকে নানা মজার মন্তব্যও করেছেন। অনেকেই সিংহীর আচরণে খুবই হতবাক। ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করে একজন ব্যবহারকারী লিখেছেন, ভারতে সিংহ-সিংহী কেবল গুজরাটে দেখতে পাওয়া যায়। কিন্তু দোকানের সাইন বোর্ড বলছে না যে এটি গুজরাটের।