Viral Video: জলকেলি করা অবস্থায় ডুবে যায় কুকুর, যথা স্থানে ছুটে যায় তার মালিক, তারপর দেখুন কী হল…

দেখে মনে হয় কুকুরগুলির মধ্যে একজন খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কুকুরটি তার বল কোড়ানোর জন্য অনেক দূরে সাঁতার কাটতে চেষ্টা করেছিল। আর ঠিক তখনই কুকুরটা জলে ডুবে যেতে শুরু করে।

| Edited By: শোভন রায়

Jan 07, 2022 | 3:28 PM

ভিডিয়োটি যেভাবে শুরু হয় তাতে করে আপনার শুরুতে দেখতে বেশ ভালই লাগবে। ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন মানুষ এবং তাঁর পরিবার জলে বল নিক্ষেপ করছে। আর কুকুরগুলো খুব মজার সঙ্গে সেই বলগুলো কুড়িয়ে নিয়ে আসছে।

দেখে মনে হয় কুকুরগুলির মধ্যে একজন খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কুকুরটি তার বল কোড়ানোর জন্য অনেক দূরে সাঁতার কাটতে চেষ্টা করেছিল। আর ঠিক তখনই কুকুরটা জলে ডুবে যেতে শুরু করে।

ভিডিয়োটি দেখুন:

কুকুরটির মালিক সেটা দেখতে পেয়ে দ্রুত সেই স্থানে পৌঁছেছিলেন। কুকুরটি জলের মধ্যে ডুবে যাওয়ার আগে মারাত্মক সংঘর্ষ করছিল। এবার লোকটি সেই স্থানে পৌঁছে জলের মধ্যে ডুব দিয়ে তাকে বের করে নিয়ে আসে।

লোকটি জলে ভেসে কুকুরটিকে বাইরে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে কুকুরটি আবার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে। ঘটনাটি এতটাই দ্রুত হয় যে লোকটির সাহসিকতার সত্যিই কোনও জবাব নেই। পুরো ব্যাপারটা অত্যন্ত হৃদয় বিদারক।

আরও পড়ুন: Viral Video: খাবার পেতে দেরি, তাই রাগে বার্গার কিং এর কর্মীর উপর হামলা দুজনের! ভিডিয়ো দেখে চোখ কপালে নেটিজেনদের

আরও পড়ুন: Viral video: প্রথমবার পিৎজায় কামড়! স্বাদ পেয়ে একরত্তির অভিব্যক্তি দেখে মুগ্ধ নেটপাড়া, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: পর্যটক বোঝাই গাড়ি কামড়ে পিছনে টেনে আনছে বাঘ! ভিডিয়ো দেখে কী বললেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা?

ভিডিয়োটি যেভাবে শুরু হয় তাতে করে আপনার শুরুতে দেখতে বেশ ভালই লাগবে। ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন মানুষ এবং তাঁর পরিবার জলে বল নিক্ষেপ করছে। আর কুকুরগুলো খুব মজার সঙ্গে সেই বলগুলো কুড়িয়ে নিয়ে আসছে।

দেখে মনে হয় কুকুরগুলির মধ্যে একজন খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কুকুরটি তার বল কোড়ানোর জন্য অনেক দূরে সাঁতার কাটতে চেষ্টা করেছিল। আর ঠিক তখনই কুকুরটা জলে ডুবে যেতে শুরু করে।

ভিডিয়োটি দেখুন:

কুকুরটির মালিক সেটা দেখতে পেয়ে দ্রুত সেই স্থানে পৌঁছেছিলেন। কুকুরটি জলের মধ্যে ডুবে যাওয়ার আগে মারাত্মক সংঘর্ষ করছিল। এবার লোকটি সেই স্থানে পৌঁছে জলের মধ্যে ডুব দিয়ে তাকে বের করে নিয়ে আসে।

লোকটি জলে ভেসে কুকুরটিকে বাইরে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে কুকুরটি আবার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে। ঘটনাটি এতটাই দ্রুত হয় যে লোকটির সাহসিকতার সত্যিই কোনও জবাব নেই। পুরো ব্যাপারটা অত্যন্ত হৃদয় বিদারক।

আরও পড়ুন: Viral Video: খাবার পেতে দেরি, তাই রাগে বার্গার কিং এর কর্মীর উপর হামলা দুজনের! ভিডিয়ো দেখে চোখ কপালে নেটিজেনদের

আরও পড়ুন: Viral video: প্রথমবার পিৎজায় কামড়! স্বাদ পেয়ে একরত্তির অভিব্যক্তি দেখে মুগ্ধ নেটপাড়া, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: পর্যটক বোঝাই গাড়ি কামড়ে পিছনে টেনে আনছে বাঘ! ভিডিয়ো দেখে কী বললেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা?