হুমায়ুনের সঙ্গে সেদিন এই দু’জন কারা ছিলেন?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 11, 2025 | 2:39 AM

Humayun Kabir: শিলান্যাসের পর প্রশ্ন ওঠে, ওই দুজন আসলে কারা? শুরু হয় বিতর্ক। এবার সরাসরি সাংবাদিক বৈঠক করে জানানো হল, ওই দু’জন আসলে কে? চক্রান্তের অভিযোগও তুললেন হুমায়ুন কবীর। বিধায়ক বলেন, “সিদ্দিকুল্লা চৌধুরীর জমিয়তে উলেমায়ে হিন্দের জেলা ভাপতি বদরুল আলম আর তাঁর সেক্রেটারি মউলানা ইউসুফ মিলে এটা করেছে।"

বুধবার ‘জমিয়তে উলেমায়ে হিন্দে’র সম্পাদক খন্দেকার মহম্মদ ইউসুফ সাংবাদিক বৈঠক করে দাবি করেন, মক্কা-মদিনা থেকে কোনও ক্বারী সেদিন আসেননি। তাঁর উপরেই আনার দায়িত্ব ছিল। কিন্তু শেষ মুহূর্তে সৌদি থেকে কেউ আসতে না পারায় পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ থেকে ক্কারি আনা হয় বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন,  “সৌদি থেকে মেহমান আনার অনেক লম্বা প্রসেস। ভিসা করাতে হত, বিমানে আনতে হত। তড়িঘড়ি আনা যায়নি। তাই দু’জন ক্বারিকে নিয়ে যাওয়া হয়েছিল। একজন পূর্ব মেদিনীপুর আব্দুল্লা সাহেব ও মুর্শিদাবাদের ক্কারি সুফিয়ান সাহেব। এরাও আন্তর্জাতিক পর্যায়ের ক্বারি সাহেব। সেদিন মানুষ বিভ্রান্ত হবেন বলে পরিচয় দেওয়া হয়নি।”

Published on: Dec 11, 2025 02:38 AM