AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ফলোয়ার বাড়াতে একাধিক ব্যাঙ নিয়ে নাচ! হাসির খোরাক এক মহিলা

Social Media Stunt: এ নিয়ে অবশ্য অস্বস্তিও তৈরি হয়েছে। এমন স্টান্ট করতে গিয়ে বড় রকমের দুর্ঘটনাও যে ঘটতে পারে, সতর্ক করছেন অনেকেই। কেন এই মহিলা সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে?

Viral Video: ফলোয়ার বাড়াতে একাধিক ব্যাঙ নিয়ে নাচ! হাসির খোরাক এক মহিলা
Image Credit: ScreenGrab
| Updated on: Jun 22, 2025 | 5:07 PM
Share

সোশ্যাল মিডিয়া কারও কাছে স্রেফ সময় কাটানোর জায়গা। অনেকে কাজের জন্যও ব্যবহার করেন। কারও ক্ষেত্রে অ্যাটেনশন টানাও। সকলেই নিজের মতো করে ব্যবহার। লাইক, শেয়ার এবং দৃষ্টি আকর্ষণের জন্য নানা উদ্ভট ছবি এবং ভিডিয়ো নজরে পড়ে অনেক সময়ই। তেমনই সোশ্যাল মিডিয়ায় আকর্ষণে এক মহিলা। ফলোয়ার বাড়ানো, লাইক, শেয়ারের উদ্দেশ্যেই এমন ভিডিয়ো, নেটিজেনরা বলছেন এমনই। এ নিয়ে অবশ্য অস্বস্তিও তৈরি হয়েছে। এমন স্টান্ট করতে গিয়ে বড় রকমের দুর্ঘটনাও যে ঘটতে পারে, সতর্ক করছেন অনেকেই। কেন এই মহিলা সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে?

অনেকেই সোশ্যাল মিডিয়ায় রিল দেখতে পছন্দ করেন। কারও ক্ষেত্রে নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়ায়। ঘণ্টার পর ঘণ্টা রিল দেখে কাটিয়ে দেন। আর অনেকে রিল বানিয়ে যান। এমনই একটি রিল ভাইরাল হয়েছে। এখানেও যেন কম্পিটিশন। ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে। এর জন্য চাই নতুনত্ব। আর তা করতে গিয়েই উদ্ভট চিন্তা-ভাবনা। এক মহিলা এমন ‘নতুনত্ব’ এনেছেন যে চোখ ছানাবড়া করে দিতে পারে।

সো ফানি মিমস বলে একটি পেজ থেকে তা পোস্ট করে রীতিমতো বিদ্রুপ করা হয়েছে। ভিডিয়োতে এক মহিলা নাচ করছেন। সেটা বড় কথা নয়। আকর্ষণীয় বিষয় হচ্ছে, জ্য়ান্ত ব্যাঙ। সেই মহিলার মাথায়, গলায় নেকলেসের মতো ব্যাঙ রেখেছেন। শুধু তাই নয়, তা নিয়েই ডান্স করছেন। নাচ যে খুব সুন্দর তা বলা যায় না। যে কারণেই নানা মজার কমেন্ট পড়ছে তাতে। ব্যাঙের রানি বলেও মন্তব্য করেছেন একজন।