Viral Video: জন্মদিনের কেকের মোমবাতি ফুঁ দিয়ে নেভাতে গিয়ে মারাত্মক বিপদ, চুলে আগুন ধরে গেল মহিলার

পরিবারের সদস্যের ধন্যবাদ জানিয়ে মহিলা বলেছেন, ভাগ্যিস ওঁরা ছিলেন। তাই চুল আরও পুড়ে ভয়াবহ একটা কিছু হওয়ার আগেই এ যাত্রায় রক্ষা পেয়েছেন তিনি। প্রাণে বেঁচে গিয়েছেন।

Viral Video: জন্মদিনের কেকের মোমবাতি ফুঁ দিয়ে নেভাতে গিয়ে মারাত্মক বিপদ, চুলে আগুন ধরে গেল মহিলার
জন্মদিনের কেকে থাকা মোমবাতি নেভাতে গিয়ে ঘটেছে বিপত্তি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 5:51 PM

জন্মদিনের কেক থেকে চুলে আগুন ধরে গিয়েছে এক মহিলা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। আনন্দের অনুষ্ঠান নিমেষে আতঙ্কে পরিণত হয়েছিল। কেকের উপর লাগানো মোমবাতি ফুঁ দিয়ে নেভানোর সময়েই ঘটেছিল বিপত্তি। জানা গিয়েছে, যে মহিলার চুলে আগুন ধরে গিয়েছিল তাঁর নাম অ্যানা ওস্টারহাউস। ৩৪ বছরের এই মহিলা তাঁর সাত বছরের ছেলে হান্টারের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। অ্যানার নিজের জন্মদিন উপলক্ষ্যেও ছিল এই পার্টি। কিন্তু জয়েন্ট বার্থডে পার্টির মজা মাটি হতে লেগেছে মাত্র কয়েক সেকেন্ড। ‘হ্যাপি বার্থ ডে’ গান গেয়ে ছেলেক শুভেচ্ছা জানানোর পর ফুঁ দিয়ে কেকের উপর লাগানো মোমবাতি নেভাতে গিয়েছিলেন অ্যানা।

আর তখনই ঘটে অঘটন। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ প্রদেশের ওগটেন শহরে এই কাণ্ড ঘটেছে। প্রথম সব ঠিকই ছিল। হঠাৎই মোমের শিখা থেকে আগুন ধরে যায় অ্যানার চুলে। জন্মদিনের পার্টিতে ভিডিয়ো করছিলেন অ্যানার মা। তাঁর তোলা ভিডিয়োতেই ধরা পড়েছে গোটা ঘটনা। অ্যানার চুলে আগুন ধরে যাওয়ার মুহূর্তের বন্ধ হয়ে যায় ভিডিয়ো। বোঝাই গিয়েছে যে, ফোন রেখে নিঃসন্দেহে তখন অ্যানাকে সাহায্য করতে ছুটে গিয়েছিলেন তাঁর মা। আশপাশ থেকেই চিৎকার করে ওঠেন পার্টিতে আগত অন্যান্য অতিথিরা। নিমেষে জন্মদিনের পার্টির সুন্দর মুহূর্তের বদলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সকলের মধ্যে।

দেখুন সেই ভিডিয়ো

ডেলি মেল সূত্রে খবর অ্যানা জানিয়েছেন, চুলে আগুন ধরে যাওয়ার পর এক লহমায় চোখের সামনে যেন গোটা জীবন দেখতে পেয়েছিলেন তিনি। ভেবেছিলেন তাঁর গায়েও আগুন ধরে যাবে। তবে এ যাত্রায় সেটা হয়নি। কিন্তু পুড়ে গিয়েছে চুল। বেশ কিছু জায়গা পুড়ে গিয়েছে গুরুত্ব চোট-আঘাতও পেয়েছেন অ্যানা। তিনি আরও জানিয়েছেন, প্রথমেই চেষ্টা করেছিলেন আগুন নেভানোর। কীভাবে আগুন নেভানো সম্ভব তাই ভাবছিলেন। সেই সঙ্গে এই দিকেও নজর ছিল যে পার্টিতে আগত কোনও অতিথির গায়ে যেন কোনওভাবেই আগুন না লাগে। চুলে আচমকা আগুন ধরে যাওয়ায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন অ্যানা, যে বুঝতেই পারছিলেন না চারপাশে ঠিক কী ঘটছে বা ঘটতে চলেছে। শুধু ওই ভয়ঙ্কর মুহূর্তে থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি।

পরিবারের সদস্যের ধন্যবাদ জানিয়ে অ্যানা বলেছেন, ভাগ্যিস ওঁরা ছিলেন। তাই চুল আরও পুড়ে ভয়াবহ একটা কিছু হওয়ার আগেই এ যাত্রায় রক্ষা পেয়েছেন তিনি। প্রাণে বেঁচে গিয়েছেন। তবে চুলের সঙ্গে সঙ্গে চোকেহ্র পাতা এবং ভ্রূপল্লবও পুড়ে গিয়েছে তাঁর। এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন অ্যানা। তিনি জানিয়েছেন, আগামী দিনে আরও কখনও কেকের উপর দুটোর বেশি মোমবাতি জ্বালাবেন না।

আরও পড়ুন- Viral Video: দুই পাহাড়ের মাঝে ২৬৪ ফুট উঁচুতে দড়ির উপর হাঁটছেন যুবক! ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন