-30 ডিগ্রি তাপমাত্রায় বাড়ির বাইরে বেরিয়েই আকাশে পাড়ি দিল চুল, কী হল মহিলার?
Viral Video: সুইডেনে ঠাণ্ডা গত 25 বছরের পুরনো রেকর্ড ভেঙেছে। আর তারই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠতে বাধ্য। ভাইরাল হওয়া ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে? ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে অনেক লাইক আর শেয়ার পড়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়।
পারদ একটু কমলেই আপনি গায়ে একটার বদলে দু’টো সোয়েটার চাপান। এদিকে আবার এ বছর শীত বিশ্বের অনেক জায়গায় রেকর্ড ভেঙেছে। ইউরোপের অনেক দেশ তুষার ঝড়ের কবলে পড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা এতটাই নেমে গিয়েছে যে, রাস্তা বরফে ঢেকে গিয়ে চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সুইডেনে ঠাণ্ডা গত 25 বছরের পুরনো রেকর্ড ভেঙেছে। আর তারই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠতে বাধ্য। ভাইরাল হওয়া ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি সুইডেনের উত্তরাঞ্চলের, যেখানে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস। ভিডিয়োটি শেয়ার করে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এলভিরা লুন্ডগ্রেন বলেছেন, “দেশের কিছু জায়গায় তাপমাত্রা চরমে নেমে গিয়েছে। তুষার ঝড় এখন আর বিনোদনের অংশ নয়। বরং প্রতিনিয়ত তা সুইডিশদের সমস্যার কারণ হয়ে উঠছে।” ভিডিয়োতে দেখা যাচ্ছে, এলভিরা ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডায় তার চুল জমে গিয়েছে।
View this post on Instagram
চলতি মাসে সুইডেনে 25 বছরের মধ্যে জানুয়ারির সবচেয়ে শীতল রাত রেকর্ড করা হয়েছিল। সুদূর উত্তর নর্ডিক অঞ্চলে তাপমাত্রা মাইনাস 43.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ ম্যাটিয়াস লিন্ড বলেন, “এর আগে 1999 সালে এ ধরনের তীব্র ঠান্ডা পড়েছিল এ দেশে।”
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে অনেক লাইক আর শেয়ার পড়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্ট করে বলেছেন, “এমন ঠান্ডায় আমি এই ভিডিয়োটা দেখেই চমকে উঠলাম।” আরও এক ব্যক্তি বলেছেন, “আমার এটাই জানতে ইচ্ছে করছে, কীভাবে কেউ এত ঠান্ডায় সেখানে দাঁড়িয়ে আছে।”